BRAKING NEWS

বুথের মধ্যে ঢুকতে পারবে না কেন্দ্রীয় বাহিনী ও রাজ্য পুলিশ, নির্দেশ কমিশনের

নয়াদিল্লি, ১ মে (হি.স.) : বুথের মধ্যে ঢুকতে পারবে না কেন্দ্রীয় বাহিনী৷ একই নিয়ম কার্যকর করা হবে রাজ্য পুলিশের ক্ষেত্রেও৷ এমনই নির্দেশ জানিয়ে দিল নির্বাচন কমিশন৷ একমাত্র প্রিসাইডিং অফিসার নির্দেশ দিলেই বুথের মধ্যে প্রবেশ করতে পারবে বাহিনী৷

চতুর্থ দফায় ভোট হয় রাজ্যের আটটি কেন্দ্রে৷ বিভিন্ন বিক্ষিপ্ত অশান্তির অভিযোগ ওঠে বীরভূম, নদিয়া, মুর্শিদাবাদে৷ মোবাইল ফোনকে কেন্দ্র করে দুবরাজপুরে কেন্দ্রীয় বাহিনীর সঙ্গে বচসায় জড়ায় গ্রামবাসীরা৷ সেই সময়ই বুথের মধ্যে প্রবেশ করে কেন্দ্রীয় বাহিনীর জওয়ান৷ তাঁর বন্দুক থেকে শূন্যে গুলি ছোঁড়া হয় বলে অভিযোগ তৃণমূল কংগ্রেসের৷

এর আগে রুট মার্চের সময় কলকাতায় কেন্দ্রীয় বাহিনীর জওয়ানদের বিরুদ্ধে ভোটারদের বাড়ি গিয়ে হুমকির অভিযোগ উঠেছিল৷ কমিশনের কাছে নালিশ জানায় রাজ্যের শাসক দল তৃণমূল কংগ্রেস৷ পরেও কেন্দ্রীয় বাহিনীর অতিসক্রিয়তা নিয়ে সরব হতে দেখা যায় তৃণমূলকে৷ প্রচারেও তৃণমূল নেত্রী টেনে আনেন বাহিনী প্রসঙ্গ৷

বৃহস্পতিবারের ঘটনাও কমিশনকে জানানো হয়৷ এরপরই কড়া পদক্ষেপ করে নির্বাচন কমিশন৷ জানিয়ে দেওয়া হয়, বুথের মধ্যে ঢুকতে পারবে না কেন্দ্রীয় বাহিনী৷ একই নিয়ম কার্যকর করা হবে রাজ্য পুলিশের ক্ষেত্রেও৷ এমনটাই জানিয়ে দিল নির্বাচন কমিশন৷ একমাত্র প্রিসাইডিং অফিসার নির্দেশ দিলেই বুথের মধ্যে প্রবেশ করতে পারবে বাহিনী৷

এদিকে ভোট নিরাপত্তা সুনিশ্চিত করতেও পদক্ষেপ করেছে কমিশন৷ পঞ্চম দফার ভোটে রাজ্যের সাত লোকসভা কেন্দ্রের সব বুথেই মোতায়েন থাকবে কেন্দ্রীয় বাহিনী৷ বাড়ানো হচ্ছে বাহিনীর সংখ্যাও৷ রাজ্যে প্রথম তিন দফার ভোটে সব বুথে কেন্দ্রীয় বাহিনী ছিল না। তবে সুষ্ঠু ও অবাধ নির্বাচন করতে উদ্যোগী কমিশন৷ তাই প্রথম থেকে তৃতীয় প্রতি দফাতেই পর্যায়ক্রমে বেড়েছে কেন্দ্রীয় বাহিনীর সংখ্যা৷ দৃঢ় হয়েছে ভোটারদের নিরাপত্তা৷ যদিও তৃতীয় দফার নির্বাচনে মুর্শিদাবাদে ভোট সংঘর্ষে নিহত হন এক বৃদ্ধ৷

তারপর চতুর্থ দফায় আঁটোসাঁটো করা হয় নিরাপত্তা৷ সব বুথই ছিল কেন্দ্রীয় বাহিনীর নজরদারিতে। সঙ্গে ছিল রাজ্যে পুলিশও। মৃত্যু না ঘটলেও বিক্ষিপ্ত অশান্তি ও সংঘর্ষের ঘটনা ঘটে৷ তাদের সমর্থকদের হুমকি দেওয়া হচ্ছে বলে অভিযোগ করে শাসক-বিরোধী উভয় শিবিরই৷ সেই পরিস্থিতিও যাতে না হয় তাই পঞ্চম দফার সাত লোকসভা কেন্দ্রের ভোটে কেন্দ্রীয় বাহিনীর সংখ্যা বাড়ানো হচ্ছে৷ কমিশন সূত্রে খবর, ৬৬০ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী পঞ্চম দফার নির্বাচনের দায়িত্বে থাকবে৷ প্রয়োজনে এই সংখ্যা আরও বাড়তে পারে৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *