BRAKING NEWS

চা বিক্রেতা কখনই নিজের ছেলেকে চাওয়ালা হিসেবে দেখতে চান না : প্রধানমন্ত্রী

আম্বেদকর নগর (উত্তর প্রদেশ), ১ মে (হি.স.): সমাজবাদী পার্টি, বহুজন সমাজ পার্টি অথবা কংগ্রেসই হোক, তাঁদের প্রকৃত সত্য সম্পর্কে জানতে হবে| বেহেনজি সর্বদাই বাবাসাহেব আম্বেদকরের নাম নেন, অথচ তিনি যা যা করেছেন সবটাই বাবাসাহেব-এর নীতির বিরুদ্ধে| সমাজবাদী পার্টি লোহিয়াজীর নাম নেন, কিন্তু তাঁরাই উত্তর প্রদেশের আইন-শৃঙ্খলার ধ্বংস করেছে| বুধবার উত্তর প্রদেশের আম্বেদকর নগরের জনসভা থেকে সপা ও বসপা-কে একযোগে আক্রমণ করে এমনই মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী|

এদিন উত্তর প্রদেশের আম্বেদকর নগরের জনসভা থেকে প্রধানমন্ত্রী বলেছেন, ‘কোনও দরিদ্র মানুষই নিজের সন্তানকে দরিদ্র দেখতে চান না| কোনও চা বিক্রেতাও নিজের সন্তানকে চা বিক্রেতা দেখতে চান না| কোনও সব্জি বিক্রেতাও নিজের সন্তানকে সব্জি বিক্রেতা হিসেবে দেখতে চান না| গরিব মানুষ এগিয়ে যেতে চায়, শ্রমিকরাও সামনের দিকে এগিয়ে যেতে চান| এ জন্য তাঁদের একটি অবলম্বনের প্রয়োজন|’ আম্বেদকর নগরের জনগণের উদ্দেশ্যে প্রধানমন্ত্রী বলেছেন, ‘আমার প্রতি আপনারা এত ভালোবাসা দেখাচ্ছেন, অন্যদিকে সপা-বসপার রক্তাচাপ বেড়ে যাচ্ছে|

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *