BRAKING NEWS

ক্রমশই শক্তিশালী হচ্ছে ‘ফণী’ : ৩ ও ৪ মে ওডিশা উপকূলে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা, জারি সতর্কতা

নয়াদিল্লি ও ভুবনেশ্বর, ৩০ এপ্রিল (হি.স.): শক্তি বাড়িয়ে আরও শক্তিশালী ঘূর্ণিঝড়ে পরিণত হচ্ছে ‘ফণী’| আগামী ৩৬ ঘন্টায় আরও শক্তি বাড়বে ঘূর্ণিঝড় ‘ফণী’-র| ১ মে (বুধবার) সন্ধ্যা পর্যন্ত উত্তর-পশ্চিম দিকে অগ্রসর হবে ‘ফণী’| এরপর ধীরে ধীরে ওডিশা উপকূলের দিকে অগ্রসর হবে ‘ফণী’| ভারতীয় আবহাওয়া দফতর (আইএমডি) জানিয়েছে, আগামী ৩ ও ৪ মে ওডিশা উপকূল এবং অন্ধ্রপ্রদেশের উত্তর উপকূল সংলগ্ন জেলাগুলিতে ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে| ওডিশা ও অন্ধ্রপ্রদেশের পাশাপাশি ৩ ও ৪ মে পশ্চিমবঙ্গের উপকূলবর্তী জেলাগুলিতেও হালকা থেকে মাঝারি ও ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে|

ওডিশায় ‘ফণী’-র আগমণী প্রসঙ্গে ওডিশার স্পেশ্যাল রিলিফ কমিশনার বিষ্ণুপদ সেঠি জানিয়েছেন, ‘আইএমডি-র পূর্বাভাস অনুযাযী আগামী ৩ মে পুরী জেলার ওডিশা উপকূলে আছড়ে পড়বে ঘূর্ণিঝড়| সমস্ত জেলা ম্যাজিস্ট্রেটকে সতর্ক করা হয়েছে| সমস্ত ঘূর্ণিঝড় সেন্টার প্রস্তুত রয়েছে| ওডিশার স্পেশ্যাল রিলিফ কমিশনার আরও জানিয়েছেন, ‘তল্লাশি এবং উদ্ধারকাজের জন্য, এনডিআরএফ-এর ১২টি ইউনিট এবং ওডিআরএএফ-এর ২০টি প্রস্তুত রয়েছে|’

গত কয়েকদিন ধরে মাত্রাতিরিক্ত গরমে ওষ্ঠাগত বঙ্গবাসীর প্রাণ| এই পরস্থিতিতে ঘূর্ণিঝড় ‘ফণী’-র প্রভাবে দুর্যোগের মধ্যে পড়তে পারে পশ্চিমবঙ্গের উপকূলবর্তী জেলাগুলিয়| আইএমডি জানিয়েছে, ৩ ও ৪ মে পশ্চিমবঙ্গের উপকূলবর্তী জেলাগুলিতেও হালকা থেকে মাঝারি ও ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে| পশ্চিমবঙ্গের উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব ও পশ্চিম মেদিনীপুরে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে| একইসঙ্গে বইতে পারে ঝোড়ো হাওয়া|

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *