BRAKING NEWS

এটি স্বাভাবিক প্রক্রিয়া- রাহুলের নাগরিকত্ব নিয়ে রাজনাথ সিং

নয়াদিল্লি, ৩০ এপ্রিল (হি. স.) : লোকসভা নির্বাচনের মাঝেই অস্বস্তিতে রাহুল গান্ধী। বিদেশি নাগরিকত্ব নিয়ে কংগ্রেস সভাপতিকে নোটিস পাঠাল কেন্দ্রীয় সরকার। বিজেপি সাংসদ সুব্রহ্মণ্যম স্বামীর অভিযোগের প্রেক্ষিতে তাঁর অবস্থান স্পষ্ট করার জন্য আগামী ১৫ দিনের মধ্যে ব্যাখ্যা চেয়েছে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রক। কয়েক বছর ধরেই বিজেপি সাংসদ অভিযোগ করে আসছেন যে রাহুল গান্ধী ব্রিটিশ নাগরিক। সেই অভিযোগের প্রেক্ষিতে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রকের নাগরিকত্ব বিভাগের অধিকর্তা বিসি জোশি মঙ্গলবার চিঠি দিয়ে নোটিস পাঠিয়েছেন রাহুলকে। এ প্রসঙ্গে এদিন কেন্দ্রীয় মন্ত্রী রাজনাথ সিং বললেন, \”এটি স্বাভাবিক প্রক্রিয়া।\”

প্রসঙ্গত, বিজেপি সাংসদ সুব্রহ্মণ্যম স্বামীর অভিযোগের ভিত্তিতে স্বরাষ্ট্র মন্ত্রক কংগ্রেস সভাপতি রাহুল গান্ধীর কাছে তাঁর নাগরিকত্বের বিষয়ে নোটিশ দিয়েছেন। রাহুল গান্ধীকে পনেরো দিনের মধ্যে এই বিষয়ে নিজের অবস্থান স্পষ্ট করে ব্যাখ্যা চেয়ে স্বরাষ্ট্র মন্ত্রক একটি চিঠি দিয়ে জানিয়েছেন, \”সুব্রহ্মণ্যম স্বামী কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রককে জানিয়েছেন, ২০০৩ সালে গ্রেট ব্রিটেনে ব্যাকপস লিমিটেড নামে একটি কোম্পানির রেজিস্ট্রেশন হয়। তার ঠিকানা দেওয়া হয় ৫১ সাউথ গেট স্ট্রিট, ইউঞ্চেস্টার, হ্যাম্পশায়ার SO23 9EH। বলা হয়েছে, এই কোম্পানির অন্যতম অধিকর্তা ও সেক্রেটারি আপনি।\” চিঠিতে আরও বলা হয়েছে যে, \”অভিযোগে জানানো হয়েছে, ওই কোম্পানির বার্ষিক রিটার্ন জমা দেওয়া হয়েছে ২০০৫ সালের ১৯ জুন ও ২০০৬ সালের ৩১ অক্টোবর। আপনার জন্মতারিখ দেওয়া হয়েছে ১৯৭০ সালের ১৯ জুন। আর সেখানে আপনি নিজেকে ব্রিটিশ নাগরিক হিসেবে উল্লেখ করেছেন।\” ১৫ দিনের মধ্যে এ বিষয়ে নিজের অবস্থান কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রককে জানাতে বলা হয়েছে কংগ্রেস অভাপতিকে। ২০১৫ সালে প্রথম এই অভিযোগ করেছিলেন বিজেপি সাংসদ। এরপর বিভিন্ন সময়ে তিনি রাহুলের বিরুদ্ধে এই অভিযোগ এনেছেন। এবিষয়ে কেন্দ্রীয় মন্ত্রী রাজনাথ সিং জানিয়েছেন, \”কোনও সাংসদ কোনও মন্ত্রককে লিখলে, তাদের প্রশ্নের জবাবে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হয়। এটি একটি বড় বিকাশ নয়, এটি স্বাভাবিক প্রক্রিয়া।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *