BRAKING NEWS

লালুপ্রসাদ যাদবের পরামর্শ মেনেই কংগ্রেসে যোগ দিচ্ছেন শত্রুঘ্ন, জানালেন বিহারীবাবু

নয়াদিল্লি, ৩১ মার্চ (হি.স.) : লালুপ্রসাদ যাদবের পরামর্শ মেনে কংগ্রেসে যোগদানের ইচ্ছে প্রকাশ করেছেন প্রাক্তন কেন্দ্রীয়মন্ত্রী তথা বর্ষীয়ান রাজনীতিবিদ শত্রুঘ্ন সিনহা। রবিবার একথা জানিয়েছে খোদ বিহারীবাবু ।

এদিন শত্রুঘ্ন সিনহা বলেন, প্রকৃত অর্থেই জাতীয় দল কংগ্রেস। তাই পারিবারিক বন্ধু লালুপ্রসাদ যাদবের পরামর্শ মেনে কংগ্রেসে যোগ দানের সিদ্ধান্ত নিয়েছেন তিনি। বর্ষীয়ান এই বলিউড অভিনেতা আরও বলেন, তৃণমূল কংগ্রেসের মমতা বন্দ্যোপাধ্যায়, সমাজবাদী পার্টির অখিলেশ যাদব এবং আম আদমি পার্টির জাতীয় আহ্বায়ক অরবিন্দ কেজরিওয়াল প্রত্যেকেই তাদের নিজ নিজ দলে তাকে যোগ দেওয়ার অনুরোধ করেছিল। পাশাপাশি আসন্ন লোকসভা নির্বাচনে পাটনা সাহিব থেকেই তিনি যে লড়বেন, তা ফের স্পষ্ট করে দিয়ে শত্রুঘ্ন সিনহা বলেন, ‘যে পরিস্থিতি তৈরি হোক না কেন। আমি পাটনা সাহিব থেকে ভোটে দাঁড়াব।’বিজেপি ত্যাগের প্রসঙ্গে বলতে গিয়ে শত্রুঘ্ন সিনহা বলেন, লালকৃষ্ণ আদবানি, মুরলীমনোহর জোশী, অরুণ শৌরি, যশবন্ত সিনহার প্রতি দল যে আচরণ করেছে, তাতে বিরক্ত হয়েই বিজেপি ছেড়েছেন তিনি। বিষয়টি বেদনাদায়ক বলে উল্লেখ করেছেন শত্রুঘ্ন। ২০১৪ সালের লোকসভা নির্বাচনে পাটনাসাহিব কেন্দ্র থেকে তিনি যে নিজের দমে জিতেছেন তাও ফের স্পষ্ট করে দিয়েছেন। পাশাপাশি গতবারের তুলনায় আরও বেশি সংখ্যাক ভোট পাওয়ার দাবিও করেছেন তিনি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *