BRAKING NEWS

লোকসভা নির্বাচন : বিহারে মহাজোটের প্রার্থী তালিকা প্রকাশ, ১৯টি আসনে লড়বে আরজেডি

পাটনা, ২৯ মার্চ (হি.স.): আসন্ন লোকসভা নির্বাচনে বিহারে আসন সমঝোতা নিয়ে আরজেডি মুখপাত্র মনোজ ঝা-এর বৈঠকের ঠিক এক সপ্তাহ পরে এই মহাজোটের প্রার্থীতালিকা প্রকাশ করলেন রাষ্ট্রীয় জনতা দলের (আরজেডি) নেতা তেজস্বী যাদব। শুক্রবার সাংবাদিক সম্মেলনে এই প্রার্থী তালিকা প্রকাশ করেন তেজস্বী। এই মহাজোটে সামিল হয়েছে আরজেডি (রাষ্ট্রীয় জনতা দল), আরএলএসপি (রাষ্ট্রীয় লোক সমতা পার্টি), কংগ্রেস, এইচএএম(এস) (হিন্দুস্তানি আওয়াম মোর্চা), ভিআইপি (বিকাশশীল ইনসান পার্টি) এবং সিপিআই-এমএল (লিবারেশন)। এদের মধ্যে ১৯টি আসনে আরজেডি, ৫টি আসনে আরএলএসপি, ৯টি আসনে কংগ্রেস, ৩টি আসনে এইচএএম(এস), ৩টি আসনে ভিআইপি এবং ১টি আসনে সিপিআই-এমএল প্রতিদ্বন্দ্বিতা করবে।

বিহারে মোট লোকসভা আসনের সংখ্যা হল ৪০। তার মধ্যে শুক্রবার ২৭টি আসনে মহাজোটের প্রার্থী তালিকা প্রকাশ করা হয়েছে। যেই ১৯টি আসন থেকে আরজেডি লড়বে সেগুলি হল-ভাগলপুর আসন থেকে আরজেডি প্রার্থী বুলো মন্ডল, দ্বারভাঙা আসনের আরজেডি প্রার্থী আবদুল বারি সিদ্দিকি, গোপালগঞ্জ থেকে সুরেন্দর রাম ওরফে মহন্ত, বেগুসরাই থেকে তানভীর হাসান, বক্সার আসন থেকে জগদাননাদ সিং, মহারাজগঞ্জ থেকে আরজেডি প্রার্থী হিসেবে ভোটে লড়বেন রণধীর সিং। শেওহার কেন্দ্রে এখনও প্রার্থীর নাম ঘোষণা করেনি আরজেডি। রাষ্ট্রীয় জনতা দলের প্রতীককে সামনে রেখেই প্রার্থী হিসেবে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করবেন শরদ যাদব। সিমভল কেন্দ্র থেকে প্রার্থী হিসেবে লড়বেন স্বয়ং মনোজ ঝা। এর আগে আসন সমঝোতা নিয়ে গত ২২ মার্চ আরজেডির দলীয় বৈঠকে উপস্থিত ছিলেন না তেজস্বী যাদব। এদিন প্রার্থীতালিকা প্রকাশ করে তেজস্বী জানান, “এই মহাজোটে পাটনা সাহিব সহ ৯টি আসনে প্রতিদ্বন্দ্বিতা করবে কংগ্রেস।” উল্লেখ্য, কয়েকদিন আগেই এই মহাজোট থেকে বেরিয়ে পাটনা সাহিব কেন্দ্রে কানহাইয়া কুমারকে প্রার্থী হিসেবে ঘোষণা করেছে সিপিআই। মহাজোটের আসন সমঝোতায় ৫টি আসনের মধ্যে জামুই কেন্দ্রে আরএলএসপি প্রার্থী ভূদেব চৌধরি, ৯টি আসনের মধ্যে কিষাণগঞ্জে মহম্মদ জাভেদ, কাটিহার কেন্দ্র থেকে তারিক আনওয়ার এবং পূর্ণিয়া কেন্দ্র থেকে উদয় সিং কংগ্রেস প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করবেন। অন্যদিকে, তিনটি আসনের মধ্যে নালন্দা লোকসভা আসন থেকে এইচএএম(এস) প্রার্থী অশোক কুমার আজাদ চান্দেরবংশী, ঔরঙ্গাবাদ কেন্দ্র থেকে এইচএএম(এস) প্রার্থী উপেন্দর প্রসাদ এবং গয়া কেন্দ্র থেকে এইচএএম(এস) প্রধান জিতন রাম মানঝি ভোটে লড়বেন। মুজফফরপুর কেন্দ্র থেকে ভিআইপি প্রার্থী ডা রাজভূষণ চৌধরী নিশাদ, খাগারিয়া কেন্দ্র থেকে ভিআইপি প্রার্থী মুকেশ সাহানি প্রতিদ্বন্দ্বিতা করবেন। আরা আসনটি ছাড়া হয়েছে সিপিআই-এমএলের জন্য, যদিও এই কেন্দ্রে এখনও প্রার্থীর নাম ঘোষণা করেনি সিপিআই-এমএল (লিবারেশন)।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *