BRAKING NEWS

একা লড়াইয়ের সিদ্ধান্তেই অনঢ় আইপিএফটি, ভোট ভাগ করে বিজেপিকে জেতানোই লক্ষ্য বলে দাবি কংগ্রেসের

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৮ মার্চ৷৷ আসন্ন লোকসভা নির্বাচনে কোন দলের সাথেই জোট হচ্ছে না আইপিএফটি’র৷ সেই সাথে কংগ্রেস’র আবেদনও প্রত্যাখ্যান করেছে আইপিএফটি৷ বৃহস্পতিবার সকালে আইপিএফটি কেন্দ্রীয় কমিটির বৈঠকে একা লড়ার সিদ্ধান্তই গৃহিত হয়৷ বৈঠক শেষে কংগ্রেস সভাপতি মহারাজা প্রদ্যোত কিশোর দেববর্মণকেও তাদের প্রস্তাব প্রত্যাখ্যান করার কথা জানিয়ে দেওয়া হয়েছে বলে সাংবাদিকদের একথা জানিয়েছেন দলের সভাপতি এনসি দেববর্মা৷ সেই সঙ্গে বিজেপি’র সাথে জোট চালিয়ে রাখারও সিদ্ধান্ত হয় বৈঠকে৷


বুদবার রাতে প্রদেশ কংগ্রেস সভাপতি প্রদ্যোত কিশোর দেববর্মণ৷ আএনপিটি সভাপতি বিজয় কুমার রাঙ্খলকে নিয়ে এনসি দেববর্মার বাসভবনে যান৷ রাত ১০টা থেকে প্রায় ২ ঘণ্টা যাবৎ চলে ম্যারাথন বৈঠক৷ এনসি দেববর্মার দাবি আসন্ন লোকসভা নির্বাচনে আইপিএফটি দুটি আসনে যেন কংগ্রেসকে সমর্থন করে এই প্রস্তাব দেন পিইউ সভাপতি৷ যদিও তাঁকে বলা হয় বৃহস্পতিবার দলীয় বৈঠকের পর বিষয়টি জানানো হবে৷ সকালে টানা ২ ঘণ্টা বৈঠকে আইপিএফটি নেতৃত্ব সিদ্ধান্ত নেয় একাই দুটি আসনে প্রতিদ্বন্দ্বিতা করবে তারা৷ বনমন্ত্রী মেবার কুমার জমাতিয়া জানান৷ আপাতত কোন দলের সাথে জোট করে লড়বো না৷ ২টি আসনে একাই লড়ব৷ তাছাড়া এমন কিছুই হয়নি যে বিজেপি’র সাথে জোট ছেড়ে বেরিয়ে আসতে হবে৷ তবে বিজেপি’র সাথে জোট থাকলেও আইপিএফটিকে যে বিজেপি নেতৃত্ব বর্তমানে তেমন গুরুত্ব দিচ্ছে না তা কিন্তু আকার ইঙ্গিতে বুঝিয়ে দিলেন৷


মেবার কুমার জমাতিয়ার দাবি লোকসভার ২টি আসনেই আইপিএফটি প্রার্থী জয়লাভ করবে৷ তবে বিধানসভা নির্বাচনের আগে যে সম্পর্ক ছিল বিজেপি’র সাথে তা যে এখন অনেকটাই নড়বড়ে এদিন তা বুঝিয়ে দিলেন বনমন্ত্রী৷ যার ফলে ২টি আসনে একা লড়ার সিদ্ধান্ত বলে দাবি তাঁর৷ বলেন, যেহেতু বিজেপি শরিক দল৷ আমরা চেয়েছিলাম ১টি আসন্ন তারা আমাদের ছাড়বে৷ কিন্তু হারেনি৷ ফলে আইপিএফটি এই সিদ্ধান্ত নিয়েছে৷ তবে জোট চালিয়ে রাখা হবে বলে তিনি জানান৷
তিনি বলেন, এবারের নির্বাচন নিয়ে কিছু কিছু বিরোধী দল বিভ্রান্ত ছড়াচ্ছে৷ আইপিএফটি-বিজেপি’র সম্পর্কভাল ছিল, আগামীদিনেও ভাল থাকবে বলে তিনি আশা প্রকাশ করেছেন৷


কংগ্রেসের সাথে সমর্থন না দেওয়া মনে উপজাতিদের জন্য মায়াকান্না দেখিয়ে তলে তলে বিজেপিকে সমর্থন দেওয়া৷ ভোট ভাগাভাগি করে বিজেপিকে জয়ী করাই আইপিএফটি’র একমাত্র লক্ষ্য৷ মন্তব্য প্রদেশ কংগ্রেস সভাপতি মহারাজা প্রদ্যোত কিশোর দেববর্মণের৷ আইপিএফটি নেতৃত্ব কংগ্রেসের সমর্থন দিতে অনিহা প্রকাশ করতেই এ প্রসঙ্গে এমনই বিস্ফোরক মন্তব্য করলেন প্রদ্যোত৷ বৃহস্পতিবার সাংবাদিকদের সাথে কথা বলতে গিয়ে পিসিস সভাপতি বলেন, বিজয় কুমার রাঙ্খলকে নিয়ে তিনি নিজে এনসি দেববর্মার বাড়ি গিয়েছিলেন৷ কথা বলেছেন৷ আহ্বান করেছিলেন লোকসভা নির্বাচনে বিজেপিকে পরাস্ত করতে উপজাতি ভোট যেন ভাগাভাগি না হয়৷ তার জন্য সকলকে একমঞ্চে এসে বিজেপি’র বিরুদ্ধে লড়তে আহ্বান জানানো হয়েছিল৷ কিন্তু এনসি দেববর্মা রাজি হননি৷ প্রদ্যোতের অভিযোগ তলে তলে বিজেপিকে জয়ী করতেই উপজাতি ভোট ভাগাভাগি চাইছে আইপিএফটি৷ উপরে উপজাতিদের জন্য মায়াকান্না কেঁদে ভেতরে বিজেপিকে সমর্থন করা মানে উপজাতিদের সাথে প্রতারণা করা৷ ভবিষ্যতে কংগ্রেস দল আইপিএফটি’র কাছে যাবে না বলে পরিষ্কার জানিয়ে দেন প্রদ্যোত৷
তিনি বলেন, নির্বাচনের পর আর কোন দল আইপিএফটি’র সাথে আঁতাত করবে না৷ যারা সম্প্রদায় বিরোধী তাদের জনজাতি মানুষরা বরদাস্ত করবেন না বলে জানান৷ পিসিসি সভাপতির বক্তব্য আইপিএফটি পৃথকভাবে লড়রে আখেরে লাভ হবে বিজেপি’র৷ তারপরও তিনি আশা ব্যক্ত করেছেন লোকসভার ২টি আসনেই কংগ্রেস জয়লাভ করবে৷ এদিন মহারাজার বাসভবনে বিজেপি ছেড়ে আসা শব্দ কুমার জমাতিয়া কংগ্রেসে যোগদান করেন৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *