BRAKING NEWS

পাঁচ বছরে যে কাজ করেছি, এর জবাব দেশের জনগণকে দেব, মেরঠে প্রধানমন্ত্রী মোদী

মেরঠ, ২৮ মার্চ (হি.স.) : দেশে আসন্ন লোকসভাকে পাখির চোখ করে এবার ভোটের প্রচার শুরু করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। বৃহস্পতিবার মেরঠে প্রথম সভা করে সেই প্রচার শুরু করলেন তিনি। প্রথম সভাতেই একের পর এক ইস্যুতে আক্রমণ করলেন বিরোধীদের। দেশের জনগণকে উদ্দেশ্যে করে বলেন, ‘আমি পাঁচ বছরে যে কাজ করেছি, এর জবাব আমি দেশের জনগণকে দেব। কিন্তু এর সঙ্গে অন্যদেরও হিসাব নেব। চৌকিদার কখনও অবিচার করে না। হিসাব হবে অবশ্যই, সবার হবে এবং বার বার হবে।’ 

সন্ত্রাস ইস্যুতে কংগ্রেসকে একহাত নিয়ে তিনি অভিযোগ করেন বিরোধীরা বরাবরই সন্ত্রাস ইস্যুতে নরম। তিনি আরও উল্লেখ করেন যে এই দেশ শ্লোগান তোলা সরকার অনেক দেখেছে, কিন্তু প্রথমবার এমন নির্ণায়ক সরকার দেখছে যারা নিজেদের সিদ্ধান্ত বাস্তবায়িত করতে জানে। এই সরকারের জমানায় স্থল, আকাশ ও মহাকাশে সার্জিক্যাল স্ট্রাইক করে দেখিয়েছে। 

বুধবার মোদী ‘মিশন শক্তি’র সাফল্য ঘোষণা করতেই রাহুল গান্ধী ট্যুইটারে ডিআরডিও-র বিজ্ঞানীদের শুভেচ্ছা জানান। একইসঙ্গে কটাক্ষ করে মোদীকে ‘থিয়েটার ডে’ উইশ করেন। এদিন তার জবাবে মোদী বলেন, ‘দেশের কি্ছু বুদ্ধিমান লোক বুঝতে পারেনি। আমি এ-স্যাট-র কথা বলেছিল। ওরা থিয়েটার সেটের কথা ভেবেছে। থিয়েটার সেট আর অ্যান্টি স্যাটেলাইট মিশনের মধ্যে ফারাকটাই এরা বোঝে না। এতে হাসা উচিৎ না কাঁদা উচিৎ।’

কংগ্রেসকে কটাক্ষ করে তিনি আরও বলেন, দেশে একদিকে সিদ্ধান্ত গ্রহণকারী সরকার তো অন্যদিকে বছরের পর বছর সিদ্ধান্ত গ্রহণ না করে ইতিহাসও রয়েছে।একদিকে নতুন ভারত গড়ার সরকার তো অন্যদিকে পরিবারতন্ত্র ও দুর্নীতিগ্রস্ত সরকার দেশে চর্চায় রয়েছে। একদিকে কর্মযোগী ও জোরদার চৌকিদার রয়েছেন, তো অন্যদিকে একাধিক নামে পরিচিত ও দুর্নীতিগ্রস্তরা রয়েছেন। এবার কাকে বেছে নেবেন, ‘দমদার চৌকিদার’ নাকি ‘দাগদার সরকার।’

তিনি বলেন, ভারতবাসী ইতিমধ্যেই ঠিক করে ফেলেছে কাকে ভোট দেবে। একদিকে আছে ‘দমদার চৌকিদার’ আর অন্যদিকে আছে ‘দাগদার সরকার।’

তিনি পূর্বাতন কংগ্রেস সরকারের সমালোচনা করে বলেন, ‘কংগ্রেসকে সরালে দেশ থেকে এমনিতেই গরিবি চলে যাবে । কংগ্রেসের চার পুরুষ ধরে দেশে ‘গরিবি হটাও’ স্লোগান দিয়ে নিজের ঘরকে ভরিয়ে তুলেছে, তবে দেশের গরিবদের আরও গরিব তৈরি করেছে। আমি দেশের জনগণকে বিশ্বাস দিতে চাই যে আপনাদের চৌকিদার, আপনাদের প্রধানমন্ত্রী দেশ থেকে গরিবি নির্মূল করেই স্বস্তি নেবেন।’

যারা ৭০ বছরে গরীব মানুষের ব্যাঙ্কে অ্যাকাউন্ট খোলাতে পারেনি, তারা এখন বলছে আপনাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা দেব। যারা ব্যাঙ্ক অ্যাকাউন্ট খুলতে পারেনি, তারা অ্যাকাউন্টে টাকা দিতে পারে কি বলেও তিনি প্রশ্ন তোলেন। এদিনই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী জম্মুতে যাচ্ছেন। সেখানে গিয়ে তিনি সভা করবেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *