BRAKING NEWS

রাজনগর গ্রাম পঞ্চায়েতের মানুষের পানীয় জলের সংকট

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৬ মার্চ৷৷ প্রায় ৮ বছর পূর্বে উনকোটি জেলার ফটিকরায় বিধানসভার রাজনগর গ্রাম পঞ্চায়েতের মানুষের পানীয় জলের সংকট মেটানোর উদ্দেশ্যে রাজনগরের ওয়াটার পাম্পের পাশে একটি ওভারহেড জলের টেঙ্ক নির্মান করা হয়েছিল৷ নিম্নমানের কাজের ফলে টেঙ্কটি চালু হবার মাস খানেকের মাথায় টেঙ্কে ফাটল ধরে এবং টেঙ্কে জল রাখলে তা চুইয়ে নিচে পড়ে যেত৷তার পর থেকেই এতে জল রাখা বন্ধ করা হয় এবং এটি ধীরে ধীরে ব্যবহারের অযোগ্য হয়ে পড়ে৷


প্রথম দিকে টেঙ্কটি সারাইএর জন্য এলাকাবাসীর তরফে কুমারঘাট পানীয়জল ও স্বাস্থ্যবিধান দপ্তরকে জানানো হলেও এটি সারাই করতে কোন পদক্ষেপ নেয়নি দপ্তর বলে অভিযোগ৷দীর্ঘদিন ধরে সংষ্কার না করায় বর্তমানে টেঙ্কটি থেকে পলেস্তরা খসে পড়ছে৷ এমনকি ঢালাই পর্যন্ত ভেঙে পড়ছে প্রতিদিন৷এই টেঙ্কের পাশেই রয়েছে বেশ কয়েকটি বসত বাড়ী ৷পাশাপাশি রয়েছে একটি অঙ্গনওয়াড়ী কেন্দ্র যেখানে কচিকাচারা ছুটোছুটি করে প্রতিনিয়ত৷তাছাড়া টেঙ্কের পাশ দিয়ে যাওয়া রাস্তা দিয়ে প্রতিদিন গ্রামের লোকজন আসা যাওয়া করছে৷


টেঙ্কটি এখন এমন অবস্থায় এসে পৌছেছে , যখন তখন হুড়মুড়িয়ে ভেঙে পড়ার আশঙ্কা রয়েছে৷আর যদি এটি ভেঙে পড়ে তাহলে প্রণানীর ঘটনা ঘটতেই পারে৷বর্তমানে এটি আর সংষ্কার করার মতো অবস্থায় নেই ৷তাই এই টেঙ্কটি ভেঙে ফেলবার জন্য এলাকাবাসীর তরফে পুনরায় সংশ্লিষ্ট দপ্তরকে জানানো হলেও এখনো পর্যন্ত দপ্তর এই বিষয়ে কোন কার্যকরী পদক্ষেপ গ্রহন করছে না বলে অভিযোগ এলাকাবাসীর৷ যেকোন বড় ধরনের দূর্ঘটনা এড়াতে দপ্তর অতিসত্তর টেঙ্কটি ভাঙার ব্যবস্থা করুক চাইছেন এলাকার বাসিন্দারা৷আর দপ্তর যদি অবিলম্বে কোন পদক্ষেপ না নেয় তবে কোন দূর্ঘটনা ঘটলে এর দায়ভার বহন করতে হবে দপ্তরকেই৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *