BRAKING NEWS

জম্মু ও কাশ্মীরে অবিলম্বে বিধানসভা নির্বাচনের জন্য কমিশনের কাছে অনুরোধ করা হয়েছে : রাম মাধব

শ্রীনগর, ২৭ মার্চ (হি.স.): জম্মু ও কাশ্মীরে অবিলম্বে যাতে বিধানসভা নির্বাচন অনুষ্ঠিত হয়, সে জন্য নির্বাচন কমিশনের কাছে অনুরোধ করা হয়েছে। বুধবার শ্রীনগরে এসে এমনই আশ্বাস দিলেন ভারতীয় জনতা পার্টি (বিজেপি)-র সর্বভারতীয় সাধারণ সম্পাদক রাম মাধব। এদিন তিনি বলেন, জম্মু ও কাশ্মীরে যত শীঘ্র সম্ভব বিধানসভা নির্বাচনের জন্য নির্বাচন কমিশনকে অনুরোধ করা হয়েছে। ঘোষণার পর দুই প্রধান আঞ্চলিক দলকে কোণঠাসাও করেছেন রাম মাধব। 

আসন্ন লোকসভা নির্বাচনে ইতিমধ্যেই প্রার্থী দিয়েছে ন্যাশনাল কনফারেন্স পার্টি (এনসিপি) এবং জম্মু ও কাশ্মীর পিপলস ডেমোক্রেটিক পার্টি (পিডিপি)। শ্রীনগরে এদিন এই দুটি দলকেই কোণঠাসা করে বিজেপির সর্বভারতীয় সাধারণ সম্পাদক রাম মাধব বলেন, “যারা পৌরসভা নির্বাচনের সময় জনগণকে ভোট বয়কট করতে বলেছিল তাঁরা এখন লোকসভা নির্বাচনে আগ্রহ পাচ্ছেন কোথা থেকে? তাঁরা এই রাজ্যের মানুষকে গণতান্ত্রিক অধিকার থেকে বঞ্চিত করেছেন। কিন্তু, নিজেদের রাজনৈতিক উদ্দেশ্য চরিতার্থ করতে তাঁরা লোকসভা নির্বাচনে প্রার্থী দিয়েছেন। ওরা এতটাই স্বার্থপর। আমরা চাই ভারত বিরোধী মন্তব্যের জন্য এবং মানুষকে বিভ্রান্ত করার জন্য এনসিপি নেতা ফারুখ আবদুল্লার বিরুদ্ধে প্রশাসন এফআইআর রুজু করুক।” এরপরই তিনি ঘোষণা করেন, “নির্বাচন কমিশনকে বলেছি যত শীঘ্র সম্ভব এই রাজ্যে বিধানসভা নির্বাচন করতে।”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *