BRAKING NEWS

আমরা রক্ত দিয়ে হোলি খেলিনা বরং হৃদয় দিয়ে হোলি খেলি : মমতা

কলকাতা, ১৯ মার্চ (হি.স.): \”আমরা জওয়ানদের নিয়ে রাজনীতি করব না| আমরা রক্ত দিয়ে হোলি খেলিনা বরং হৃদয় দিয়ে হোলি খেলি।\” মঙ্গলবার নজরুল মঞ্চে মারোয়াড়ি ফেডারেশনের অনুষ্ঠানে কেন্দ্রকে বিদ্ধ করে এমনটাই বললেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।


এদিন মঞ্চ থেকে সবাইকে হোলির আগাম শুভেচ্ছা জানান মুখ্যমন্ত্রী। আজ মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, “কেউ কেউ দিল্লি থেকে এসে বাংলার বদনাম করছে| কাজ করলে কেউ কেউ বদনাম করবেই| তাই বলে কখনও কাজ বন্ধ হবে না|”শুরু থেকেই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ও অমিত শাহকে আক্রমণ মুখ্যমন্ত্রী । চ্যালেঞ্জ জানিয়ে মমতা বলেন \”মোদীবাবু, অমিতবাবু আমার সঙ্গে মন্ত্রোচ্চারণের প্রতিযোগিতায় আসুন। দেখা যাক কে বেশি সংস্কৃত মন্ত্র জানেন।\”


বারবারই বিরোধীদের তরফে অভিযোগ করা হয়েছে যে বাংলায় অশান্তির আবহ তৈরি হয়েছে৷ এই অভিযোগের পালটা দেশের অবস্থা ভয়াবহ বলেও অভিযোগ করেন মমতা বন্দ্যোপাধ্যায়৷ দেশে পরিবর্তনের ডাক দেন তিনি৷ মমতা বলেন, ‘‘দিল্লি থেকে এসে কেউ কেউ আমাদের রাজ্যের অপমান করছে৷ রাজ্য অশান্ত বলে দাবি করছে৷ তা ঠিক নয়৷ বাংলা সবসময় শান্তিপ্রিয়৷’’

জোর করে রাজনীতিকদের কণ্ঠরোধের চেষ্টা করা হচ্ছে বলেও অভিযোগ মুখ্যমন্ত্রীর৷ অভিযোগ, কেন্দ্রীয় এজেন্সিগুলির সাহায্যে সকলের মুখ বন্ধ করার চেষ্টা করা হচ্ছে৷ নজরুল মঞ্চে আজকের আনুষ্ঠান নিয়ে রাজনীতিকদের মত ভোটবাক্সের কথা ভেবেই বাঙালিদের পাশাপাশি হিন্দি বলয়ের ভোট টানতে চাইছে ঘাসফুল শিবির৷ তাই সেই স্বার্থ চরিতার্থ করতেই মাড়োয়ারি সংগঠনের অনুষ্ঠান মঞ্চকেই বেছে নেওয়া হয়েছে৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *