BRAKING NEWS

প্রিয়াঙ্কার গঙ্গা যাত্রায় আধ্যাত্মিকতার অভাব রয়েছে, কটাক্ষ উমার

নয়াদিল্লি, ১৯ মার্চ (হি.স.) প্রিয়াঙ্কা গান্ধী বঢরার ‘গঙ্গা যাত্রা’ কর্মসূচীকে তীব্র ভাষায় ভর্ৎসনা করলেন বর্ষীয়ান বিজেপি নেত্রী উমা ভারতী। কংগ্রেসের সাধারণ সম্পাদকের এই গঙ্গা যাত্রাকে ভিত্তিহীন, উদ্দেশহীন বলে কটাক্ষ করে উমা ভারতী বলেন, এই গঙ্গা যাত্রা কোনও আধ্যাত্মিকতা ছিল না।
মঙ্গলবার উমা ভারতী বলেন, গঙ্গা, রাম, হনুমান এবং গরিবদের বিষয়ে কোনওদিন ভাবেনি কংগ্রেস। তাঁর (প্রিয়াঙ্কা) এই প্রচারের আসল স্বরূপটা বুঝতে হবে।

জাতীয় রাজনীতিতে গঙ্গা স্বচ্ছতার জন্য বিজেপিই সর্বপ্রথম সরব হয়েছিল। গঙ্গা সংক্রান্ত বিষয়কে বিজেপি কোনওদিন রাজনীতিকরণ করেনি। গঙ্গা বিজেপির কাছে আস্থার প্রতীক। দেশপ্রেম এবং বিশ্বাসের উপর ভর করে বেঁচে রয়েছি আমরা। কিন্তু প্রিয়াঙ্কার বিষয়টিকে খুবই হাল্কা ভাবে নিয়েছে।জাতীয় রাজনীতিতে বিজেপির গুরুত্ব তুলে ধরে উমা ভারতী বলেন, বর্তমানে একাধিক চ্যালেঞ্জের মুখোমুখি দেশ। একই সঙ্গে অনন্য নজিরও গড়ছে দেশ। এমন পরিস্থিতিতে নরেন্দ্র মোদী এবং বিজেপির হাত শক্ত করাটা একান্ত জরুরী। 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *