BRAKING NEWS

লোকসভা নির্বাচন ২০১৯ : প্রার্থী তালিকা প্রকাশ করল টিডিপি

অমরাবতী, ১৯ মার্চ (হি. স.) : আসন্ন লোকসভা নির্বাচনে অন্ধ্রপ্রদেশে ২৫ জনের প্রার্থী তালিকা প্রকাশ করল তেলেগু দেশম পার্টি (টিডিপি) অধিকাংশ আসনেই বর্তমান সাংসদরাই প্রার্থী হিসেবে লড়ছেন এবং দুই সাংসদের পরিবারের দুই সদস্যও প্রার্থী হিসেবে দাঁড়াচ্ছেন দুটি কেন্দ্রে। আরাকু কেন্দ্র (তফশিলি উপজাতি) থেকে টিডিপি প্রার্থী হিসেবে হিসেবে লড়ছেন প্রাক্তন কংগ্রেস নেতা ও কেন্দ্রীয় মন্ত্রী ভি কিশোর চন্দ্র দেও। কুরনুল কেন্দ্র থেকে প্রাক্তন কংগ্রেস নেতা এবং সদ্য টিডিপ-তে যোগদানকারী কোটলা সূর্যপ্রকাশ রেড্ডি এবং তিরুপতি (তফশিলি জাতি) কেন্দ্রে প্রার্থী হিসেবে লড়বেন পানাবাকা লক্ষ্মী। বিশাখাপত্তনম কেন্দ্র থেকে প্রার্থী হচ্ছেন নন্দমুরি বালাকৃষ্ণার জামাই এম ভরত। অন্যদিকে, বিধানসভা নির্বাচনে টিডিপি প্রার্থী হিসেবে অন্ধ্রপ্রদেশের মুখ্যমন্ত্রী চন্দ্রবাবু নাইডুর ছেলে নারা লোকেশ প্রতিদ্বন্দ্বিতা করবেন।


স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী সি আদিনারায়ণ রেড্ডি কাডাপা লোকসভা আসন থেকে প্রার্থী হচ্ছেন। অনগোল লোকসভা কেন্দ্রে পরিবেশ ও বনমন্ত্রী সিদ্দা রাঘব রাও, অমলাপুরম কেন্দ্রে লোকসভার প্রাক্তন স্পিকার মোহন চন্দ্র বালায়োগীর পুত্র হরিশ, অনন্তপুরমু কেন্দ্র থেকে জে সি দিবাকর রেড্ডির ছেলে পবন রেড্ডি এবং রাজামহেন্দ্রভরম কেন্দ্র থেকে মগন্তি মুরলিমোহনের পুত্রবধূ মগন্তি রূপা প্রার্থী হিসেবে আসন্ন লোকসভা নির্বাচনে লড়বেন। ভিজিয়ানগরম লোকসভা আসন থেকে পুনরায় প্রার্থী হলেন প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী পি অশোক গজপতি রাজু। অন্যান্য বর্তমান সাংসদদের মধ্যে কে রামা মোহন নাইডু, গাল্ল্লা জয়দেব, কেসিনেনি শ্রীনিবাস, মগন্তি ভেঙ্কটেশ্বরা রাও, কোনাকাল্লা নারায়ণ, রাযাপতি সামবাসিভা রাও, শ্রীরাম মাল্যদ্রি, নিম্মালা কিসটাপ্পা এবং এন শিব প্রসাদ পুনরায় প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করবেন। কাকিনাড়া এবং অনাকাপল্লী কেন্দ্র থেকে টিডিপি প্রার্থী হিসেবে লড়বেন সি সুনীল এবং এ আনন্দ। রাজম্পেত আসন থেকে প্রার্থী হলেন ডি সত্যপ্রভ। নারাসাপুরম এবং নেল্লোর থেকে টিডিপি প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করবেন যথাক্রমে ভি শিবরাম রাজু এবং বিদা মাস্তান রাও।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *