BRAKING NEWS

মহারাজগঞ্জ বাজারে বিস্তর পরিমাণে মদ উদ্ধার

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৮ মার্চ৷৷ রাজধানী আগরতলা শহরের মহারাজগঞ্জ বাজারে সোমবার সাত সকালে মদ বিরোধী অভিযান চালানো হয়৷ অভিযানের নেতৃত্ব দেন সদরের এস ডি এম৷ পুলিশ এবং শুল্ক দপ্তরের কর্মকর্তাদের সঙ্গে নিয়ে সদরের মহারাজগঞ্জ বাজারের বেশ কয়েকটি দোকানে হানা দিয়ে প্রচুর পরিমাণ দেশী ও বিদেশী মদ উদ্ধার করেন৷ এ ব্যাপারে নয় জনকে আটক করা হয়েছে৷ তাদের বিরুদ্ধে নির্দিষ্ট ধারায় মামলা গ্রহণ করা হয়েছে৷ উদ্ধার করা মদ বাজেয়াপ্ত করা হয়েছে৷ আরো বেশ কিছু মদ নষ্ট করে দেওয়া হয়েছে৷ সদরের এসডি এম জানান, এ ধরনের অভিযান অব্যাহত থাকবে৷ সুনির্দিষ্ট খবরের ভিত্তিতে পুলিশ এবং শুল্ক কর্মকর্তাদের সঙ্গে নিয়ে সোমবার সকাল থেকে অভিযানে নামেন এসডিএম নিজ ৷

মহারাজগঞ্জ বাজারে বেশ কয়েকটি মুদির দোকানের আড়ালে পেছনদিকে এভাবে মদের ব্যবসা চলতো৷ দোকানের শাটার কেটে ভিতরে ঢুকে এসব মদের বোতল উদ্ধার করা হয়েছে৷ নির্বাচনকে সামনে রেখে এ ধরনের অভিযান খুবই তাৎপর্যপূর্ণ বলে মনে করছেন অনেকেই৷ অভিযানে অংশ নিয়ে সদরের এসডি এম জানান, সামনে লোকসভা নির্বাচন৷ নির্বাচনকে অবাধ ও শান্তিপূর্ণভাবে অতিবাহিত করতে হলে সুষ্ঠু পরিবেশ ফিরিয়ে আনতে হবে, সে কারণেই মাতাল দৌরাত্ম্য কমাতে ময়দানে নেমেছে প্রশাসন৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *