BRAKING NEWS

সীমান্তে উত্তেজনা অব্যাহত : রাজৌরিতে পাকিস্তানি হামলায় শহিদ সেনা জওয়ান, আহত ৩

শ্রীনগর, ১৮ মার্চ (হি.স.): মুখে বারবার শান্তি ও আলোচনার কথা বলছে পাকিস্তান| আর পিঠপিছে লাগাতার আক্রমণ শানিয়ে যাচ্ছে। সোমবার ফের ভারত-পাকিস্তান আন্তর্জাতিক সীমান্ত বরাবর আক্রমণ শানাল পাকিস্তানি সেনাবাহিনী| সোমবার সকাল ৫.৩০ মিনিট থেকে জম্মু ও কাশ্মীরের রাজৌরি জেলার সুন্দেরবানি সেক্টরে হামলা চালায় পাক সেনাবাহিনী| কালবিলম্ব না করে শত্রুপক্ষকে যোগ্য জবাব ফিরিয়ে দিয়েছে ভারতীয় সেনাবাহিনী| পাক হামলায় গুরুতর জখম হন ভারতীয় সেনাবাহিনীর ৪ জন জওয়ান। তাঁদের মধ্যে একজন সৈনিকের মৃত্যু হয়েছে। বাকি তিনজন সেনাবাহিনীর হাসপাতালে চিকিৎসাধীন। ভারত ও পাকিস্তানের মধ্যে গুলির লড়াই থামে সকাল ৭.১৫ মিনিট নাগাদ।

ভারতীয় সেনাবাহিনীর ঊর্ধ্বতন এক কর্তা জানিয়েছেন, সোমবার সকাল ৫.৩০ মিনিট থেকে জম্মু ও কাশ্মীরের রাজৌরি জেলার সুন্দেরবানি সেক্টরের কেরি বাত্তাল এলাকায় নিয়ন্ত্রণরেখা বরাবর সংঘর্ষবিরতি চুক্তি লঙ্ঘন করে আক্রমণ শানায় পাক সেনাবাহিনী| নিয়ন্ত্রণ রেখা বরাবর ছোট ও স্বয়ংক্রিয় আগ্নেয়াস্ত্র থেকে গুলি চালানোর পাশাপাশি মর্টার থেকে শেলও নিক্ষেপ করে পাক সেনাবাহিনী। কালবিলম্ব না করে শত্রুপক্ষকে যোগ্য জবাব ফিরিয়ে দিয়েছে ভারতীয় সেনাবাহিনী| এদিনের হামলায় শহিদ হয়েছেন একজন সেনা জওয়ান। এছাড়াও তিনজন জওয়ান আহত হয়েছেন। তাঁদের মধ্যে একজনের শারীরিক অবস্থা আশঙ্কাজনক। দু’পক্ষের মধ্যে গুলির লড়াই থামে সকাল ৭.১৫ মিনিট নাগাদ। পাক সেনাবাহিনীর উপর্যুপরি হামলার জেরে ভারত-পাক সম্পর্ক আরও তলানিতে ঠেকেছে| উল্লেখ্য, গত ২৬ ফেব্রুয়ারি ভোররাতে পাক অধিকৃত কাশ্মীরে ঢুকে জইশ-ই-মহম্মদ (জেইএম) জঙ্গি সংগঠনের একাধিক প্রশিক্ষণ শিবির গুড়িয়ে দেয় ভারতীয় বায়ুসেনা| তার মধ্যে রয়েছে বালাকোটে অবস্থিত জইশ জঙ্গিদের বৃহত্তম প্রশিক্ষণ শিবির| পুলওয়ামা হামলার প্রত্যঘাতে ভারতীয় বায়ুসেনার এয়ার স্ট্রাইকের পর থেকেই সীমান্ত বরাবর লাগাতার হামলা চালাচ্ছে পাকিস্তানি সেনাবাহিনী| পাক সেনাবাহিনী সর্বাধিক হামলা চালিয়েছে পুঞ্চ এবং রাজৌরি জেলায়|

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *