BRAKING NEWS

ফের মৃদু ভূমিকম্পে কেঁপে উঠল নিকোবর দ্বীপপুঞ্জ, এবার কম্পাঙ্ক ৪.৭

পোর্ট ব্লেয়ার, ১৬ মার্চ (হি.স.): আবারও ভূমিকম্পের আতঙ্ক| ফের মৃদু ভূমিকম্পে কেঁপে উঠল নিকোবর দ্বীপপুঞ্জ| শনিবার সকাল ০৯.৪৩ মিনিট নাগাদ ভূমিকম্পের ঝাঁকুনিতে কেঁপে ওঠে নিকোবর দ্বীপপুঞ্জ| রিখটার স্কেলে ভূমিকম্পের তীব্রতা ছিল ৪.৭| ভূমিকম্পের তীব্রতা অপেক্ষাকৃত কম থাকায়, শনিবার সকালের ভূকম্পনে এখনও পর্যন্ত ক্ষয়ক্ষতি বা হতাহতের কোনও খবর পাওয়া যায়নি|

ভারতীয় আবহাওয়া দফতর (আইএমডি) মাইক্রোব্লগিং সাইট টুইটার মারফত জানিয়েছে, শনিবার সকাল ০৯.৪৩.০১ মিনিট নাগাদ ৪.৭ তীব্রতার ভূমিকম্পে কেঁপে ওঠে নিকোবর দ্বীপপুঞ্জ| ভূমিকম্পের উত্সস্থল ছিল ভূপৃষ্ঠের মাত্র ১০ কিলোমিটার গভীরে, ৭.২ উত্তর অক্ষাংশ এবং ৯৪.৭ পূর্ব দ্রাঘিমাংশ| মৃদু ভূকম্পনে এখনও পর্যন্ত ক্ষয়ক্ষতির কোনও খবর পাওয়া যায়নি| ভূমিকম্পের জেরে গোটা আন্দামান দ্বীপপুঞ্জ জুড়েই এখন আতঙ্ক তৈরি হয়েছে| যদিও, আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জ এমনিতেই ভূমিকম্প প্রবণ এলাকা| উল্লেখ্য, এর আগে গত ২৮ ফেব্রুয়ারি মৃদু ভূমিকম্পে কেঁপে উঠেছিল নিকোবর দ্বীপপুঞ্জ। সেই সময় ভূমিকম্পের তীব্রতা ছিল ৪.৮।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *