BRAKING NEWS

নিজেদের সরকার নির্বাচনে কাশ্মীরিদের গণতান্ত্রিক অধিকার দিন : প্রধানমন্ত্রীকে তোপ ওমর আবদুল্লার

শ্রীনগর, ১৩ মার্চ (হি.স.): জম্মু ও কাশ্মীরে বিধানসভা নির্বাচনের জন্য ফের সরব হলেন রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী তথা ন্যাশনাল কনফারেন্স নেতা ওমর আবদুল্লা। বুধবার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে তোপ দেগে \”সচেতনভাবে মানুষকে বঞ্চিত করেছেন\” বলে অভিযোগ করেন তিনি। অন্যদিকে, এদিনই প্রধানমন্ত্রী রাজনীতি, বিনোদন, ব্যবসা-বাণিজ্য ও ক্রীড়া-সহ দেশের সর্বস্তরের সকল খ্যাতনামা মানুষ তথা প্রত্যেক প্রান্তের সকল দেশবাসীকে আসন্ন লোকসভা নির্বাচনে বড় সংখ্যায় স্বতস্ফূর্তভাবে ভোটদানের আহ্বান করেছেন। এরপরই টুইটারে ওমর আবদুল্লা প্রধানমন্ত্রীকে উদ্দেশ্য করে লিখেছেন, \”মানুষকে নিজেদের গণতান্ত্রিক অধিকার প্রয়োগ করে নিজেদের পছন্দের সরকার নির্বাচন করতে দিন। রাজ্যে বিধানসভা নির্বাচনের অনুমতি দিন।\”

মাইক্রোব্লগিং সাইট টুইটারে এদিন জম্মু ও কাশ্মীরের প্রাক্তন মুখ্যমন্ত্রী টুইট করেছেন, \”দেশের বিখ্যাত মানুষদের কাছে যেভাবে জনগণকে ভোটাধিকার প্রয়োগে উৎসাহিত করতে আবেদন জানিয়েছেন প্রধানমন্ত্রী তা খুবই ইতিবাচক, কিন্তু জম্মু ও কাশ্মীরের মানুষকেও নিজেদের সরকার নির্বাচনে সেই অধিকার দিন। বিধানসভা নির্বাচন না হওয়ায় সচেতনভাবে রাজ্যের মানুষ গণতান্ত্রিক পদ্ধতিতে ভোটাধিকার প্রয়োগ থেকে বঞ্চিত হচ্ছেন। তিনি আরও যোগ করেন, \”পছন্দের সরকার নির্বাচনের অধিকার রাষ্ট্রপতি শাসনের বিরোধিতা করে, সেই গণতন্ত্রের স্বীকৃতি যা আপনি টুইট করছেন। তাই রাজ্যের সরকার নির্বাচনে আমাদের গণতান্ত্রিক অধিকার দিন।\” যদিও, জম্মু ও কাশ্মীরের অন্যান্য আঞ্চলিক দলগুলিও বিধানসভা নির্বাচনের দাবি তুললেও নির্বাচন কমিশন এখনও কোনও দিন ঘোষণা করেনি। নির্বাচনের সূচি ঘোষণায় এই বিলম্বের তীব্র সমালোচনা করেছে রাজ্যের প্রধান রাজনৈতিক দলগুলিও।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *