BRAKING NEWS

বেকারত্ব, জিএসটি নিয়ে বিজেপিকে খোঁচা রাহুলের

গান্ধীনগর, ১২ মার্চ (হি.স.) : বেকারত্ব, জিএসটি সহ একাধিক ইস্যুতে বিজেপি নেতৃত্বাধীন কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে সরব হলেন কংগ্রেস সভাপতি রাহুল গান্ধী। জিএসটি সম্পর্কে সম্যক ধারণা দেশের সিংহভাগ ব্যবসায়ীদের নেই। বিগত ৪৫ বছরে বেকারত্বের সংখ্যা সর্বোচ্চ হারে বৃদ্ধি পেয়েছে বলে জানিয়েছেন রাহুল গান্ধী।


গান্ধীনগর জেলার আদালাজ গ্রামে এক জনসভায় বক্তব্য রাখতে গিয়ে রাহুল গান্ধী বলেন, এখন পর্যন্ত জিএসটি সম্পর্কে বহু ব্যবসায়ীর ধারণা স্পষ্ট হয়নি। জনগণের ব্যাঙ্ক অ্যাকাউন্টে ১৫ লক্ষ টাকা জমা পড়েনি। গুজরাটবাসী দুইটি আদর্শ দেখেছে। একটি আদর্শ হল মহাত্মা গান্ধীর। এই আদর্শ দেশকে গঠন করেছে। আজকে গোটা দেশ এমন একটি শক্তিকে দেখছে যারা সমাজকে ভাগ করতে চাইছে। বর্তমান পরিস্থিতিতে দেশের সমস্যা নিয়ে কোনও আলোচনায় যাচ্ছে না কেন্দ্রীয় সরকার।

বিগত ৪৫ বছরের মধ্যে বেকারত্বের সংখ্যা সর্বোচ্চ পর্যায় পৌঁছিয়ে গিয়েছে।পুলওয়ামা হামলা প্রসঙ্গে বলতে গিয়ে রাহুল গান্ধী বলেন, কান্দাহার বিমান অপহরণ কাণ্ডের সময় বর্তমানে জাতীয় নিরাপত্তা উপদেষ্ঠা অজিত দোভাল জইশ-ই-মহম্মদ প্রধান মাসুদ আজাহারকে বিশেষ বিমানে করে আফগানিস্তান পৌঁছিয়ে দিয়েছিল। তৎকালীন বিজেপি সরকারের আমলে এমন কাজ হয়েছিল বলে জানিয়েছেন তিনি।
পাশাপাশি রাহুল গান্ধী দাবি করেন, ইতিহাসে প্রথমবার সুপ্রিম কোর্টের চারজন বিচারপতি সংবাদমাধ্যমের সামনে এসে দাবি করেছে যে তাদের কাজ করতে দেওয়া হচ্ছে না। 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *