BRAKING NEWS

নির্বাচনী আদর্শ আচরণ বিধি সংক্রান্ত বিষয় নিয়ে সর্বদলীয় বৈঠক

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১১ মার্চ ৷৷ নির্বাচনী আদর্শ আচরণ বিধি সংক্রান্ত বিষয় নিয়ে সোমবার পশ্চিম জেলার জেলা শাসকের কনফারেন্স হলে এক সর্বদলীয় বৈঠক অনুষ্ঠিত হয়। জেলাশাসকের আহবানে এই বৈঠকে চারটি রাজনৈতিক দলের প্রতিনিধিরা অংশ নেন। বৈঠকে জেলাশাসক আদর্শ আচরণ বিধি মেনে চলার জন্য সবকটি রাজনৈতিক দলের কাছে আহ্বান জানান। নির্বাচনে মনোনয়নপত্র গ্রহণ, মনোনয়নপত্র জমা দেওয়া এবং মনোনয়নপত্র পরীক্ষা সংক্রান্ত বিষয়ে রাজনৈতিক দলের প্রতিনিধিদের বিস্তারিতভাবে অবহিত করেন জেলাশাসক।

জেলাশাসক আরো জানান নির্বাচন দপ্তর একটি অ্যাপ চালু করেছে। নির্বাচন আচরণবিধি লংঘন সংক্রান্ত যেকোন বিষয়ে এই অ্যাপের মাধ্যমে যেকোনো জনগণ অভিযোগ জানাতে পারবেন। অভিযোগের সত্যতা যাচাই করে দ্রুত আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলেও তিনি জানান। সর্বোপরি লোকসভা নির্বাচনকে সুষ্ঠুভাবে সম্পন্ন করার জন্য তিনি সবকটি রাজনৈতিক দলের সার্বিক সহযোগিতা আহ্বান করেছেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *