BRAKING NEWS

সাতদফায় সপ্তদশ লোকসভার ভোট, নির্বাচনের নির্ঘন্ট ঘোষণা কমিশনের

নয়াদিল্লি, ১০ মার্চ (হি.স.) : সপ্তদশ লোকসভা নির্বাচনের নির্ঘন্ট ঘোষণা করল নির্বাচন কমিশন। এবারের ভোট হবে মোট ৭ দফায়। প্রথম দফার ভোট হবে ১১ এপ্রিল। ফল ঘোষণা হবে ২৩ মে।রবিবার বিকেলে দিল্লির বিজ্ঞানভবনে সাংবাদিক বৈঠকে নির্বাচনের নির্ঘণ্ট ঘোষণা করেন মুখ্য নির্বাচন কমিশনার সুনীল অরোরা। এদিন ভোট ঘোষণার পাশাপাশি দেশজুড়ে কার্যকর হয়ে গেল নির্বাচনী আচরণবিধি। মুখ্য নির্বাচন কমিশনার সুনীল অরোরা জানিয়েছেন, আগামী ৩রা জুন ষোড়শ লোকসভার মেয়াদ শেষ হচ্ছে৷ সুষ্ঠু ও অবাধ নির্বাচন সুনিশ্চিত করতে বদ্ধপরিকর কমিশন। ভোটের দিন ঘোষণার আগে বিভিন্ন রাজ্যের বোর্ডের পরীক্ষা এবং ধর্মীয় অনুষ্ঠানের তারিখের কথা মাথায় রাখা হয়েছে, জানিয়েছেন সুনীল অরোরা। তিনি বলেন, গত কয়েক মাস ধরে আমরা বিভিন্ন রাজ্যের পুলিশের ডিজি ও প্রশাসনিক আধিকারিকদের সঙ্গে আলোচনা করেছি৷

নিরাপত্তার বিষয়টি খতিয়ে দেখেছি৷ কথা হয়েছে বিভিন্ন রাজনৈতিক দলের সঙ্গে৷ ভোটের যাবতীয় প্রস্তুতি নেওয়া হয়েছে৷ ৭টি কেন্দ্রশাসিত রাজ্যে আমরা সফর করেছি৷ ২৩টি রাজ্যে ১০০ শতাংশ ভোটার কার্ড রয়েছে৷প্রথম দফার ভোট ১১ এপ্রিল৷অন্ধ্রপ্রদেশ ২৫ টি আসন, অরুণাচলের ২ আসন, অসমের ৫, বিহারের ৪, ছত্তিশগড়ের ১, জম্মু কাশ্মীরের, মণিপুর ১, মেঘালয়ের ২, মিজোরামের ১ নাগাল্যান্ডের ১, ওড়িশা ৪, সিকিম ১, তেলেঙ্গানার ১৭ ত্রিপুরা ১, উত্তরপ্রদেশের ৮, উত্তরাখণ্ডের ৫, পশ্চিমবঙ্গের ২, আন্দামান নিকোবর ১, লাক্ষাদ্বীপের ১ আসনে-সহ মোট ৯১ ভোট।দ্বিতীয় দফার ভোট ১৮ এপ্রিল৷অসম ৫, বিহার ৫, ছত্তিশগড় ৩, জম্মু কাশ্মীর ২, কর্ণাটক ১৪, মণিপুর ১, ওড়িশা ৫ তামিলনাড়ু, ২৯, ত্রিপূরা ১, উত্তরপ্রদেশের ৮, পশ্চিমবঙ্গ ৩, পুদুচেরি ১সহ-মোট ৯৭ আসনে ভোট।তৃতীয় দফার ভোট ২৩ এপ্রিল৷অসম ৪, বিহার ৫, ছত্তিশগড় ৭, গুজরাট ২৬, গোয়া ২, জম্মু কাশ্মীর ১, কর্ণাটকের ১৪, কেরল ১৪, মহারাষ্ট্র ১৪, ওড়িশা ৬, উত্তরপ্রদেশ ১০, পশ্চিমবঙ্গ ১০, দাদরা নগর হাবেলির ১, দমন এবং দিউ ১টি আসন মিলিয়ে ১১৫ আসনে ভোট।চতুর্থ দফার ভোট ২৯ এপ্রিল৷বিহার ৫, জম্মু কাশ্মীর ১, ঝাড়খণ্ড ৩, মধ্যপ্রদেশ ৬, মহারাষ্ট্র ১৭, ওড়িশা ৬, রাজস্থান ১৩, উত্তরপ্রদেশ ১৩, পশ্চিমবঙ্গ ৮ সহ মোট ৯ রাজ্যে ৭১ আসনে ভোট।পঞ্চম দফার ভোট ৬ মে৷বিহার ৫, জম্মু কাশ্মীর ২, ঝাড়খণ্ড ৪, মধ্যপ্রদেশ ৭, রাজস্থান ১২, উত্তরপ্রদেশ ১৪, পশ্চিমবঙ্গের ৭ আসন-সহ মোট ৫১।ষষ্ঠ দফার ভোট ১২ মে৷বিহার ৮, হরিয়ানা ১০, ঝাড়খণ্ড ৪, মধ্যপ্রদেশ ৮, উত্তরপ্রদেশ ১৮, পশ্চিমবঙ্গের ৮ টি, দিল্লির ৭ টি আসন সহ মোট ৫৯ আসনে ভোট।সপ্তম দফার ভোট ১৯ মে৷বিহার ৮, ঝাড়খণ্ড ৩, মধ্যপ্রদেশ ৮, পাঞ্জাব ১৩,চন্ডিগড় ১, পশ্চিমবঙ্গ ৯, হিমাচল ৪ টি আসনে ভোট হবে।নির্বাচনের ফলপ্রকাশ আগামী ২৩ মে৷এদিন বিকেলেই দিন ঘোষণা করা হয়। গত লোকসভায় অর্থাৎ, ২০১৪ লোকসভায় ভোট ঘোষণা হয়েছিল ৫ মার্চ। কিন্তু এবছর নির্বাচন ঘোষণায় অনাবশ্যক দেরি করা হচ্ছে বলে কংগ্রেসের তরফে অভিযোগ করা হয়েছিল। যদিও, নির্বাচন কমিশনের তরফে এসব অভিযোগ উড়িয়ে দেওয়া হয়েছে। গতবছর ভোট হয়েছিল ৯ দফায়। ২০১৪ লোকসভায় ভোট শুরু হয় ৮ এপ্রিল এবং শেষ হয়েছিল ১২ মে। গতবছর শেষদফায় ভোট হয়েছিল ১২ মে। ষোড়শ লোকসভার মেয়াদ শেষ হচ্ছে ৩ জুন। ২০১৪ লোকসভায় ৫৪৩ আসনের মধ্যে বিজেপি একাই পেয়েছিল ২৮২টি আসন। অন্যদিকে কংগ্রেস মাত্র ৪৪ টি আসনে গুটিয়ে গিয়েছিল।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *