BRAKING NEWS

২৬/১১ পর সেনাবাহিনীকে প্রত্যাঘাত করতে বাধা দিয়েছিল কংগ্রেস : নরেন্দ্র মোদী

গ্রেটার নয়ডা, ৯ মার্চ (হি.স.): সন্ত্রাসবাদ ইস্যুতে কংগ্রেসের বিরুদ্ধে তোপ দাগলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। ২০০৮ সালে ২৬/১১ মুম্বই হামলার পর সেনাবাহিনী যখন সামরিক অভি্যান চালানোর জন্য তৎপর হয়ে ওঠে তখন তৎকালীন কেন্দ্রের রিমোর্ট কন্ট্রোল (কংগ্রেস) সরকার বাধা দিয়েছিল বলে জানিয়েছেন তিনি। শনিবার উত্তর প্রদেশের গ্রেটার নয়ডায় একাধিক প্রকল্পের উদ্বোধন করে প্রধানমন্ত্রী বলেন, পাকিস্তানের মাটিতে ভারতীয় বায়ুসেনা যে এয়ারস্ট্রাইক চালিয়েছিল সেই তথ্য গোটা বিশ্বকে খোদ পাকিস্তান দিয়েছিল। ট্যুইটারের মাধ্যমে এই তথ্য সরাসরি পাকিস্তানই প্রকাশ্যে আনে। পাশাপাশি নাম না করে কংগ্রেস-সহ বিরোধী দলগুলির বিরুদ্ধে কটাক্ষ করে প্রধানমন্ত্রী বলেন, যাদের শরীরে ভারতের রক্ত বইছে, তারা সন্দেহ করবে না। যারা ভারত মাতা কি জয় বলছে তারা কোনও সন্দেহ করবে না। যারা সন্দেহ করছে তাদের কথায় দেশবাসী বিশ্বাস করবে না। পুলওয়ামা হামলার পর ভারতের বীর সেনারা তাই করেছে যা দশকের পর দশক ধরে করা হয়নি। সন্ত্রাসবাদীদের ঘাঁটিগুলিতে হামলা চালিয়ে জঙ্গি এবং তাদের প্রশিক্ষকদের চূর্ণ করে দিয়েছে। পুলওয়ামা হামলার পর পাকিস্তান মনে করেছিল মোদী আর একটি সার্জিক্যাল স্ট্রাইক চালাবে। তাই সীমান্তে নিরাপত্তা জোরদার করেছিল। কিন্তু ভারত আকাশপথে পাল্টা প্রত্যাঘাত করে যোগ্য জবাব দেয়। এয়ারস্ট্রাইকের পর ভোর ৫টা নাগাদ পাল্টা ট্যুইটারে খোদ পাকিস্তান এই হামলার সত্যতা স্বীকার করেছে। প্রধানমন্ত্রী আরও বলেন, এয়ারস্ট্রাইক পর সন্ত্রাসবাদীরা বুঝতে পেরেছে যে ভারত আর আগের মতো সবকিছু নীরবে সহ্য করবে না। উল্লেখ্য, ২৬ ফেব্রুয়ারি পাকিস্তান অধিকৃত কাশ্মীরে জইশ-ই-মহম্মদ জঙ্গিঘাঁটি গুঁড়িয়ে দেয় ভারতীয় বায়ুসেনার ১২টি মিরাজ ২০০০ বিমান। প্রায় ১০০০ কেজির বোমা ফেলা হয় জঙ্গিঘাঁটিগুলিতে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *