BRAKING NEWS

বিশেষ উদ্যোগ ত্রিপুরা পুলিশের, আগরতলায় হেলমেট ব্যাঙ্কের সূচনা

আগরতলা, ৬ মার্চ (হি.স.) : বাইক আরোহীদের সুরক্ষার কথা চিন্তা করে ত্রিপুরা পুলিশের ট্রাফিক শাখা আগরতলায় চালু করেছে হেলমেট ব্যাঙ্ক। প্রথম ব্যাঙ্কটি তৈরি করা হয়েছে আস্তাবল এলাকার আকাশবাণী অফিসের কাছে। ত্রিপুরা পুলিশের ট্রাফিক শাখার এসপি পিনাকী সামন্ত এ সম্পৰ্কে জানান, শহরের মোটর বাইক চালকদের জীবনের সুরক্ষার কথা চিন্তা করে তৈরি করা হয়েছে হেলমেট ব্যাঙ্ক। যারা হেলমেট ছাড়া রাস্তায় টু-হুইলার নিয়ে বের হন ট্রাফিক পুলিশ আইন অনুসারে তাঁদের কাছ থেকে জরিমানা আদায় করা হয় কিংবা কখনও মামলা করে ছেড়ে দেওয়া হয়। কিন্তু তা করলে কী হবে, তাঁদের মাথা তো সুরক্ষিত থাকে না, দুর্ঘটনার শিকার হলে জখম, এমন-কি মৃত্যুর ঝুঁকিও থাকে। যে-সকল বাইক চালক রাস্তায় হেলমেট ছাড়া বের হবেন ট্রাফিক পুলিশ তাঁদের ধরে আইন অনুসারে জরিমানা করার পাশাপাশি সংশ্লিষ্ট আরোহীর বিস্তারিত তথ্য লিখে এই ব্যাঙ্ক থেকে একটি হেলমেট দেবে।

পরবর্তীতে ব্যাঙ্কের হেলমেটটি তাঁকে ফেরত দেওয়ার বিধি করা হয়েছে। ট্রাফিক পুলিশ সুপার জানান, যদি দেখা যায় একই ব্যক্তিকে হেলমেট ছাড়া তিনবার বাইক চালাচ্ছেন, তখন তাঁকে হেলমেট অবশ্যই কিনতে হবে। পাশাপাশি একাধিকবার আইন ভঙ্গের দায়ে কঠোর আইনি পদক্ষেপও নেওয়া হবে সংশ্লিষ্ট ব্যক্তির বিরুদ্ধে। তিনি জানা, আপাতত একটি ব্যাঙ্কের প্রচলন হলেও পরবর্তী দফায় আগরতলায় মোট ২০টি হেলমেট ব্যাঙ্ক চালু করা হবে। এর পর ক্রমান্বয়ে রাজ্যের প্রতিটি মহকুমায় এভাবে হেলমেট ব্যাঙ্ক চালু করা হবে, জানান পুলিশের ট্রাফিক শাখার এসপি পিনাকী সামন্ত।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *