BRAKING NEWS

মোক্ষম জবাব ফিরিয়ে দিল ভারতীয় সেনাবাহিনী, রাজৌরিতে থামল গুলির লড়াই

জম্মু, ৬ মার্চ (হি.স.): মুখে শান্তির কথা বললেও, কার্যত কিছুই মানছে না পাকিস্তান| নিয়ন্ত্রণরেখার ওপার থেকে অব্যাহত রয়েছে পাক গোলাগুলি বর্ষণ| বিনা প্ররোচনায় ভারত-পাক সীমান্ত বরাবর গোলাগুলি বর্ষণ চালানো থেকে কিছুতেই বিরত করা যাচ্ছে না পাকিস্তানি সেনাবাহিনীকে| মঙ্গলবার গভীর রাত থেকে জম্মু ও কাশ্মীরের রাজৌরি জেলার সুন্দেরবানি সেক্টরে নিয়ন্ত্রণরেখা বরাবর গোলাগুলি বর্ষণ করেছে পাক সেনা| পাকিস্তানকে পাল্টা জবাব ফিরিয়ে দিয়েছে ভারতীয় সেনাবাহিনী| ভারতীয় সেনাবাহিনীর মোক্ষম জবাবে পিছু হটতে বাধ্য হয় পাক সেনাবাহিনী| বুধবার ভোর ৪.৩০ মিনিট নাগাদ গুলির লড়াই থেমে যায়| শুধুমাত্র রাজৌরি নয়, জম্মু ও কাশ্মীরের পুঞ্চ জেলার মানকোটে সেক্টরেও নিয়ন্ত্রণ রেখা বরাবর গুলিবর্ষণ করে পাক সেনাবাহিনী|

প্রসঙ্গত, পাক অধিকৃত কাশ্মীরে ঢুকে ভারতীয় বায়ুসেনার এয়ার স্ট্রাইকের পর থেকেই পাকিস্তানি সেনাবাহিনীর হামলা প্রতিদিনের ঘটনা হয়ে দাঁড়িয়েছে| বিগত ১০ দিনে প্রায় ৭০ বারেরও বেশি সংঘর্ষবিরতির ঘটনা ঘটেছে নিয়ন্ত্রণরেখা বরাবর| শুধুমাত্র সেনাবাহিনীর ছাউনি নয়, এই হামলা থেকে রেহাই পাচ্ছেন না নিরপরাধ কাশ্মীরের সাধারণ গ্রামবাসীরাও| প্রতিরক্ষা মন্ত্রকের পক্ষ থেকে জানানো হয়েছে, মঙ্গলবার রাত থেকে রাজৌরি জেলার সুন্দেরবানি সেক্টরে নিয়ন্ত্রণরেখা বরাবর গোলাগুলি বর্ষণ করে পাক সেনা| পাকিস্তানকে পাল্টা জবাব ফিরিয়ে দিয়েছে ভারতীয় সেনাবাহিনী| বুধবার ভোর ৪.৩০ মিনিট নাগাদ গুলির লড়াই থেমে যায়| শুধু রাজৌরি নয়, জম্মু ও কাশ্মীরের পুঞ্চ জেলার মানকোটে সেক্টরেও নিয়ন্ত্রণ রেখা বরাবর গুলিবর্ষণ করে পাক সেনাবাহিনী|

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *