BRAKING NEWS

এয়ারস্ট্রাইকে কতজন জঙ্গি নিহত হয়েছে, জানতে চাইল শিবসেনা

মুম্বই, ৫ ফেব্রুয়ারি (হি.স.) : পাকিস্তান অধিকৃত কাশ্মীরে জইশ-ই-মহম্মদ জঙ্গি ঘাঁটিতে ভারতীয় বায়ুসেনার এয়ারস্ট্রাইকে কতজন জঙ্গি নিহত হয়েছে, তা জানতে চাইল বিজেপির শরিক দল শিবসেনা। মঙ্গলবার দলীয় মুখপত্র সামনার সম্পাদকীয়তে এমনই দাবি করেছে শিবসেনা।

১৪ ফেব্রুয়ারি দক্ষিণ কাশ্মীরের পুলওয়ামার অবন্তীপোরায় সিআরপিএফ কনভয়ের উপর আত্মঘাতী হামলা চালায় জইশ জঙ্গিরা। হামলায় শহিদ হন ৪৯ জওয়ান। এর পাল্টা ২৬ ফেব্রুয়ারি মঙ্গলবার ভোররাতে পাকিস্তান অধিকৃত কাশ্মীরে এয়ারস্ট্রাইক চালায় ভারতীয় বায়ুসেনার ১২টি মিরাজ ২০০০ যুদ্ধবিমান। প্রায় ১০০০ কেজি বোমা ফেলা হয় জইশ ঘাঁটিতে। কিন্তু এই এয়ারস্ট্রাইকে কতজন জঙ্গি মারা গিয়েছে তা জানতে চাইল শিবসেনা। দলীয় মুখপত্র সামনার সম্পাদকীয়তে বলা হয়েছে, নরেন্দ্র মোদীর বিরোধীদের পাশাপাশি ইংল্যান্ড, আমেরিকার মিডিয়াও জানতে চাইছে এয়ারস্ট্রাইকে কতজন জঙ্গি মারা গিয়েছে। এয়ারস্ট্রাইকে জইশ জঙ্গিদের কতটা ক্ষতি হয়েছে, তা জানার অধিকার দেশবাসীর রয়েছে। প্রশ্ন করলে সামরিক বাহিনীর মনোবল কমে যাবে না।

বালাকোটের এয়ারস্ট্রাইকে কতজন জঙ্গি মারা গিয়েছে তা নিয়ে কোনও স্পষ্ট বিবৃতি দেয়নি কেন্দ্র। সোমবার বায়ুসেনা প্রধান এয়ার চিফ মার্শাল বিএস ধানোয়া জানিয়েছিলেন, লক্ষ্যবস্তুর উপর কতটা সফল ভাবে আঘাত হানা হয়েছে সেটাই বেশি গুরুত্ব দেওয়া হয়। লাশ গোনাটা বায়ুসেনার কাজ নয় বলে জানিয়েছেন তিনি। রবিবার বিজেপি সভাপতি অমিত শাহ এক জনসভায় দাবি করেছিলেন এয়ারস্ট্রাইকে ২৫০-র বেশি জঙ্গি নিকেশ হয়েছে। পাশাপাশি পুলওয়ামা হামলা নিয়েও প্রশ্ন তুলেছে শিবসেনা। পুলওয়ামা হামলায় ৩০০ কেজি আরডিএক্স কোথা থেকে এসেছে তা নিয়েও প্রশ্ন তুলেছে শিবসেনা। এয়ারস্ট্রাইকের ফলে অযোধ্যার রাম মন্দির, জম্মু ও কাশ্মীরে ৩৭০ ধারার মতো গুরুত্বপূর্ণ বিষয়গুলি পেছনের দিকে চলে গিয়েছে বলে দাবি করা হয়েছে শিবসেনার তরফে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *