BRAKING NEWS

গন্ডাছড়া হাসপাতালের পরিষেবা তলানিতে, প্রতিবাদে পথ অবরোধ

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ৪ মার্চ৷৷ রাজ্য সরকার রাজ্যের স্বাস্থ্য পরিষেবার আমুল পরিবর্তনের গালভরা প্রতিশ্রুতি দিলেও রাজ্যের প্রত্যন্ত অঞ্চল গুলির স্বাস্থ্যপরিষেবা যে তিমিরে ছিল সেই তিমিরেই রয়ে গেছে৷ ধলাই জেলার গন্ডাছড়া মহকুমার স্বাস্থ্যপরিষেবা বিপর্যস্ত হয়ে পড়েছে৷ গন্ডাছড়ায় মহাকুমা হাসপাতাল থাকলেও সেখানে স্বাস্থ্য পরিষেবার নুন্যতম সুযোগ সুবিধা পাচ্ছেন না ওই এলাকার সাধারণ মানুষজন৷ মহাকুমা হাসপাতালএ নেই প্রসূতি বিভাগ, নেই শিশু বিভাগ৷ বিশেষজ্ঞ চিকিৎসকের অভাবে এই দুটি বিভাগের চিকিৎসা পরিষেবা তলানিতে গিয়ে ঠেকেছে৷ চিকিৎসা ক্ষেত্রে মা ও শিশুদের চিকিৎসা সবচেয়ে গুরুত্বপূর্ণ৷ তদুপরি, মা ও শিশুদের চিকিৎসার জন্য প্রয়োজনীয় কোনো উদ্যোগ নেই মহকুমা হাসপাতালে৷ এলাকার জনগণ গন্ডাছড়া মহকুমা হাসপাতালে শিশু ও প্রসূতি বিভাগে বিশেষজ্ঞ চিকিৎসক নিয়োগের জন্য দীর্ঘদিন ধরে দাবি জানিয়ে আসছেন৷

কিন্তু স্বাস্থ্য দপ্তর এবং রাজ্য সরকার তাতে কর্ণপাত করেনি৷ এর ফলে জনমনে ক্ষোভ চরম আকার ধারণ করে৷ এর বহিঃপ্রকাশ ঘটে সোমবার৷ ক্ষুব্দ জনতা গন্ডাছড়া অমরপুর সড়ক অবরোধ করে গন্ডাছড়া মহকুমা হাসপাতালে চিকিৎসা পরিষেবার মানোন্নয়নের জোরালো দাবি জানান৷ টানা আড়াই ঘণ্টা পথ অবরোধ করে রাখেন ওই এলাকার সাধারণ মানুষজন৷ এর ফলে যানবাহন আটকে পড়ে দুভর্োগে চরম আকার ধারণ করে৷ অবরোধের খবর পেয়ে প্রশাসনের কর্মকর্তারা অবরোধ স্থলে ছুটে যান৷ প্রশাসনিক আধিকারিকরা অবরোধকারীদের সঙ্গে আলোচনায় মিলিত হন এবং অবিলম্বে গণ্ডাছরা মহকুমা হাসপাতালে উপযুক্ত চিকিৎসা পরিষেবা চালু করার আশ্বাস দেন৷ এরপরই পথ অবরোধ মুক্ত করা হয়৷ এলাকাবাসীর অভিযোগ ওই এলাকার স্বাস্থ্য পরিষেবার পাশাপাশি শিক্ষা, পরিশ্রুত পানীয় জল, যোগাযোগ ব্যবস্থা সহ অন্যান্য গুরুত্বপূর্ণ পরিষেবাগুলি ভেঙে পড়েছে৷ অবিলম্বে এসব বিষয়ে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ না করলে তারা আরও বৃহত্তর আন্দোলনে সামিল হবেন বলে হুঁশিয়ারি দিয়েছেন৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *