BRAKING NEWS

বাগদেবীর আরাধনা, মূর্তিপাড়ায় ব্যস্ততা তুঙ্গে

নিজস্ব প্রতিনিধি,আগরতলা, ২৪ জানুয়ারি : বাগদেবীর আরাধনাকে কেন্দ্র করে আগরতলার মূর্তিপাড়ায় ব্যস্ততা তুঙ্গে উঠেছে। আগামী ১০ ফেব্রুয়ারি সরস্বতী পুজো। বাগদেবীর আরাধনায় সরকারি এবং বেসরকারি প্রতিষ্ঠান এবং হিন্দু ধর্মাবলম্বীদের বাড়িঘরে প্রস্তুতি শুরু হয়ে গেছে। মূর্তিপাড়ায়ও চলছে চরম ব্যস্ততা।এদিকে মৃৎশিল্পীরা জানিয়েছেন, মূল্যবৃদ্ধির বাজারে প্রতিমার কোনও দাম বাড়েনি। বিগত বছরগুলির মতোই প্রতিমার দাম রয়েছে।

উদয়পুরের জনৈক প্রতিমাশিল্পী জানিয়েছেন, এ বছর সর্বনিম্ন ৫০০ থেকে ১০০০ এবং সর্বোচ্চ ১৫ হাজার টাকা দাম ঠিক হয়েছে প্রতি সরস্বতী প্রতিমার। তিনি জানান, ইতিমধ্যেই বাগদেবীর মূর্তিতে রঙের প্রলেপ দেওয়া কাজ শুরু হয়েছে। অন্যদিকে বিভিন্ন স্কুলের ছাত্রছাত্রীরাও আসন্ন সরস্বতী পুজো উপলক্ষে এখন থেকে সাজগোজের সরঞ্জাম কেনাকাটা শুরু করেছে বলে বেশ কয়েকজন অভিভাবকের কাছে শোনা গেছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *