BRAKING NEWS

সকাল ৮টায় সুকলে ক্লাশ শুরুর বিষয়টি আপাতত স্থগিত

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২১ জানুয়ারি৷৷ আজ বীরচন্দ্র স্টেট সেন্ট্রাল লাইব্রেরীর কনফারেন্স হলে বিদ্যালয় শিক্ষা দপ্তরের জেলা শিক্ষা আধিকারিক এবং বিদ্যালয় পরিদর্শকদের উপস্থিতিতে দপ্তরের এক পর্যালোচনা সভা অনুষ্ঠিত হয়৷ সভায় শিক্ষামন্ত্রী রতনলাল নাথ, বিদ্যালয় শিক্ষা দপ্তরের অধিকর্তা ইউ কে চাকমা সহ দপ্তরের আধিকারিকরা উপস্থিত ছিলেন৷ সভায় দপ্তরের পক্ষ থেকে জানানো হয় যে, ১৮ জানুয়ারি থেকে এনসিইআরটি পাঠক্রম সংক্রান্ত শিক্ষকদের প্রশিক্ষণ শিবির শুরু হয়েছে৷ ৫ টি রাজ্যের প্রায় চল্লিশ হাজার শিক্ষক-শিক্ষিকাকে প্রশিক্ষণ দেওয়া হবে৷ প্রতিটি পর্যায়ে ৫ দিন করে প্রশিক্ষণ দেওয়া হবে৷ শিক্ষামন্ত্রী রতন লাল নাথ বলেন, আসন্ন শিক্ষাবর্ষ থেকে সকাল ৮টা থেকে ক্লাশ শুরু করার বিষয়টি আপাতত স্থগিত রাখা হয়েছে৷ এক্ষেত্রে অচিরেই কমিটি গঠন করা হবে৷

কমিটির রিপোর্টের পরই এ বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে৷ প্রতিটি বিদ্যালয়ের ছাত্র ও শিক্ষকের অনুপাতের বিষয়টি যথাসম্ভব সরকারি গাইডট লাইন অনুসারে স্থির করা হবে৷ যেখানে শিক্ষকের স্বল্পতা রয়েছে, সেখানে শিক্ষক পাঠানোর ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে৷ সরকারের এই মনোভাব শিক্ষক-শিক্ষিকাদের কাছে পৌঁছে দিতে, অচিরেই রাজ্যের সকল শিক্ষক-শিক্ষিকাদের নিয়ে শিক্ষক কনভেনশন করার উদ্যোগ গ্রহণ করক্কার জন্য দপ্তরকে নির্দেশ দেন তিনি৷ শিক্ষামন্ত্রী বলেন, সাক্ষরতা কর্মসূচিকে পাইলট প্রজেক্ট হিসাবে নতুন আঙিহগকে শুরু করার জন্য পদক্ষেপ গ্রহণ করা হচ্ছে৷ বিদ্যালয় পরিদর্শত্রনের কাজ আগামী দিনেও বজায় থাকবে বলে সভায় জানান তিনি৷
এছাড়া, আলোচনা সবায় জানানো হয়, প্রায় সব সুকলেই এনসিইআরটি পাঠ্যক্রমের বই দেওয়া শুরু হয়ে গেছে৷ সভায় রাজ্যের ১৪টি ইংলিশ মিডিয়াম সুকল গঠন করার দাবি রয়েছে বলেও জানানো হয়৷ সব বিদ্যালেয়েই ইউনিফর্ম গ্র্যান্ট দেওয়া হয়ে গেছে৷ এছাড়া, সবাতে সমগ্র শিক্ষা অভিযান, মিড ডে মিল ইত্যাদি নিয়েও আলোচনা করা হয়৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *