BRAKING NEWS

মুম্বইতে ডান্সবার নিয়ম-শিথিল করল সুপ্রিম কোর্ট : ব্যবহার করা যাবে অর্কেস্ট্রা, ছড়ানো যাবে না টাকা

নয়াদিল্লি, ১৭ জানুয়ারি (হি.স.): বাণিজ্যনগরী মুম্বই এবং মহারাষ্ট্রের অন্যান্য শহরের ডান্সবারে মহারাষ্ট্র সরকার দ্বারা জারি করা নির্দেশিকা কিছুটা শিথিল করল সুপ্রিম কোর্ট| ডান্সবারে থাকতেই পারে অর্কেস্ট্রা ব্যান্ড| দেওয়া যাবে টিপস| কিন্তু, বারের মধ্যে টাকা অথবা কয়েন ছড়ানো যাবে না| বৃহস্পতিবার এমনই জানাল সুপ্রিম কোর্ট| শীর্ষ আদালতের মতে, ডান্সবারে পুরোপুরি নিষেধাজ্ঞা থাকতে পারে না| মহারাষ্ট্র সরকার যে পরিমাণে কড়াকড়ি করেছিল ডান্সবারের লাইসেন্স পাওয়ার জন্য, বৃহস্পতিবার সেই কড়াকড়ির অধিকাংশই নাকোচ করে দিয়েছে সর্বোচ্চ আদালত|

এদিন সুপ্রিম কোর্ট জানিয়েছে, অযৌক্তিক নিয়ম নিষেধের ভিত্তিতে ডান্সবারের উপর সম্পূর্ণ নিষেধাজ্ঞা জারি করার কোনও যৌক্তিকতা নেই| ২০০৫ সালের পর থেকে মহারাষ্ট্র সরকারের পক্ষ থেকে কোনও লাইসেন্স প্রদান করা হয়নি| কিছু প্রতিবন্ধকতা থাকতে পারে, তবে সম্পূর্ণ নিষেধাজ্ঞা জারি করার কোনও যৌক্তিকতা নেই| রায়ে এও বলা হয়েছে, ডান্সবারের যেখানে মানুষ বসেন এবং পানীয় পরিবেশন করা হয় সেখান থেকে নাচের মঞ্চ আলাদা করার কোনও প্রয়োজন নেই| শীর্ষ আদালত আরও জানিয়েছে, টিপস দেওয়ার নামে টাকা ওড়ানো অথবা ছুঁড়ে দেওয়া কোনওটাই করা যাবে না বারের ভিতরে| তবে, অর্কেস্ট্রা ব্যান্ড থাকতেই পারে| দেওয়া যেতে পারে টিপস| মহারাষ্ট্র সরকার ডান্সবারের ভিতর মদ পরিবেশনের উপরও নিষেধাজ্ঞা জারি করেছিল, তাও বাতিল করে দিয়েছে সুপ্রিম কোর্ট| তবে, রাজ্য সরকারের সিদ্ধান্তে সায় দিয়ে ডান্সবার খোলার সময়সীমা সন্ধ্যা ছ’টা থেকে রাত ১১.৩০ মিনিট পর্যন্তই রাখা হল|এছাড়াও মুম্বইয়ের ডান্সবারে সিসিটিভি ক্যামেরা বসানোর শর্ত আরোপ করেছিল মহারাষ্ট্র সরকার| এদিন সেই শর্তও খারিজ করে দিয়েছে সর্বোচ্চ আদালত| শীর্ষ আদালতের মতে, সিসিটিভি ক্যামেরা আদতে গোপনীয়তা নষ্ট করবে| একজন সত্ চরিত্রের কি না তা সহজে বোঝা সম্ভব নয়|

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *