BRAKING NEWS

কানহাইয়া কুমার সহ দশজনের বিরুদ্ধে চার্জশিট পেশ দিল্লি পুলিশের

নয়াদিল্লি, ১৪ জানুয়ারি (হি.স.) : তিনবছর পর কানহাইয়া কুমার সহ দশজনের বিরুদ্ধে চার্জশিট পেশ করল দিল্লি পুলিশ। সোমবার দিল্লির পাতিয়ালা হাউস কোর্টে জওহরলাল বিশ্ববিদ্যালয়ের ছাত্র সংগঠনের প্রাক্তন সভাপতি কানহাইয়া কুমার, সৈয়দ উমর খালিদ এবং অনির্বাণ ভট্টাচার্যসহ দশজনের বিরুদ্ধে চার্জশিট ফেস করা হয়।তিন বছর আগে তাঁদের বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহের অভিযোগ আনা হয়েছিল। রবিবার এই মামলার চার্জশিট তৈরি করে দিল্লি পুলিশের বিশেষ সেল। দিল্লির পুলিশ কমিশনার এবং প্রসিকিউশনের থেকে প্রয়োজনীয় অনুমতি নিয়ে সোমবার দিল্লির পাতিয়ালা হাউস কোর্টে বারোশো পাতার চার্জশিট ফাইল করে এই বিশেষ সেল। জানা গিয়েছে, অভিযুক্ত কানহাইয়া কুমার, সৈয়দ উমর খালিদ, অনির্বাণ ভট্টাচার্য, আকিব হোসেন, মুজিব হোসেন, মুনিব হোসেন, উমর গুল, রাইয়া রশুল ও বসির বাটদের বিরুদ্ধে ভারতীয় দন্ডবিধির১২৪এ, ৩২৩, ৪৬৫, ৪৭১, ১৪৩, ১৪৯, ১৪৭, ১২০বি ধারায় মামলা ধারায় করা হয়েছে।


পুলিশের তদন্ত অনুযায়ী, কানহাইয়ার নেতৃত্বেই ৯ ফেব্রুয়ারি বিক্ষোভ কর্মসূচিতে যোগ দেন অভিযুক্তরা। তদন্তে জানা গিয়েছে জেএনইউ-এর ক্যাম্পাসে কোনও অনুষ্ঠান আয়োজন করার আগে যে অনুমতি লাগে, তা কানাহাইয়া কুমারদের কাছে ছিল না। তাঁদের বাধা দেওয়ার চেষ্টা করা হলে কানহাইয়া কুমার নিরাপত্তা রক্ষীর সঙ্গে বচসায় জড়িয়ে পড়েন এবং স্লোগান দিতে দিতে এগিয়ে যান বিক্ষোভকারীদের সঙ্গে নিয়ে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *