BRAKING NEWS

দল ভাঙানো নিয়ে কর্ণাটকের মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে অভিযোগ তুলল বিজেপি

নয়াদিল্লি, ১৪ জানুয়ারি (হি.স.) : দল ভাঙানোর অভিযোগে এবার কর্ণাটকের মুখ্যমন্ত্রী এইচ ডি কুমারস্বামীর বিরুদ্ধে সরব করলেন বর্ষীয়ান বিজেপি নেতা বি এস ইয়েদুরাপ্পা।
সোমবার বর্ষীয়ান এই রাজনীতিবিদ তথা রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী বি এস ইয়েদুরাপ্পা বলেন, ‘আপনারা যা শুনেছেন তা জেডি(এস) এবং কংগ্রেসে মধ্যে হওয়া ঘটনা। আমরা নিজেদের বিধায়কদের উদ্দীপ্ত করার কাজে ব্যস্ত। আমরা কোনও দল ভাঙাতে চাইছি না। মন্ত্রীত্ব দেওয়ার নাম করে মুখ্যমন্ত্রী (কুমারস্বামী) এখন আমাদের বিধায়কদের ভাঙাতে চাইছে।

‘বিতর্কে সূত্রপাত হয় যখন কংগ্রেস নেতা তথা রাজ্যের জলসম্পদ উন্নয়নমন্ত্রী ডি কে শিবকুমার দাবি করেন যে বিজেপি কয়েক জন কংগ্রেস বিধায়ককে ভাঙাতে চাইছে। আর এরপরেই শুরু হয় জোর রাজনৈতিক বিতর্ক। পাশাপাশি কর্ণাটকের তিন কংগ্রেস বিধায়কের মুম্বই সফর নিয়েও তৈরি হয় জল্পনা। এই প্রসঙ্গে কংগ্রেস নেতা কৃষ্ণা বাইরা গৌডা দাবি করেছেন, ঘোড়া কেনাবেচা করে রাজ্যের কংগ্রেস-জেডি(এস) সরকারকে ফেলতে চাইছে বিজেপি। যদিও বিজেপির তরফ থেকে এই দাবি খারিজ করে দেয়। 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *