BRAKING NEWS

প্রকৃত ন্যায়বিচার হয়নি, নতুন পদ থেকে ইস্তফা দিলেন অলোক বর্মা

নয়াদিল্লি, ১১ জানুয়ারি (হি.স.): সিবিআই-এর ডিরেক্টর পদ ফিরে পাওয়ার ৩৩ ঘন্টার মধ্যেই ক্ষমতাচু্যত হয়েছেন অলোক বর্মা| বৃহস্পতিবার রাতের সিদ্ধান্তে সিবিআই ডিরেক্টর পদ থেকে সরিয়ে স্বরাষ্ট্রমন্ত্রকের অধীন হোমগার্ড, দমকল ও অসামরিক প্রতিরক্ষা বিভাগের শীর্ষ কর্তার পদে বসানো হয়েছে অলোক বর্মাকে| কিন্তু, হোমগার্ড, দমকল ও অসামরিক প্রতিরক্ষা বিভাগের ডিজি পদের দায়িত্বভার গ্রহণ করতে নারাজ অলোক বর্মা| কেন্দ্রীয় সরকারের কাছে ইতিমধ্যেই ইস্তফাপত্র জমা দিয়েছেন সদ্য প্রাক্তন সিবিআই অধিকর্তা অলোক বর্মা| বিবৃতি মারফত অলোক বর্মা জানিয়েছেন, ‘প্রকৃত ন্যায়বিচার হয়নি| সিবিআই ডিরেক্টর পদ থেকে সরানোর জন্য গোটা প্রক্রিয়ায় তালগোল পাকানো হয়েছে|’ পার্সোনেল এবং ট্রেনিং ডিপার্টমেন্টের সেক্রেটারিকে লেখা চিঠিতে অলোক বর্মা উল্লেখ করেছেন, ২০১৭ সালের ৩১ জানুয়ারি অবসর নেওয়ার কথা ছিল| এরপরও সিবিআই-এর ডিরেক্টর হিসেবে দায়িত্ব সামলাচ্ছিলেন তিনি| বর্তমানে তিনি আর সিবিআই ডিরেক্টর পদে নেই| ডিজি ফায়ার সার্ভিস, অসামরিক প্রতিরক্ষা বিভাগ এবং হোম গার্ডের ডিজি হওয়ার জন্য তাঁর বয়স অতিক্রম হয়েছে| তাই ইস্তফা দেওয়ার সিদ্ধান্ত|


সিবিআই ডিরেক্টর অলোক বর্মা এবং সিবিআই-এর স্পেশ্যাল ডিরেক্টর রাকেশ আস্থানা পরস্পরের প্রতি দুর্নীতির অভিযোগ এনেছিলেন| ওই পরিস্থিতিতে ২০১৮ সালের ২৩ অক্টোবর মধ্যরাতে দু’জনকেই ছুটিতে পাঠানোর সিদ্ধান্ত নেয় কেন্দ্রীয় সরকার| আচমকা ছুটিতে পাঠানোর সিদ্ধান্তকে চ্যালেঞ্জ জানিয়ে শীর্ষ আদালতের দ্বারস্থ হয়েছিলেন অলোক বর্মা| গত মঙ্গলবার শীর্ষ আদালত জানায়, অলোক বর্মাকে পুনরায় সিবিআই ডিরেক্টর পদে ফিরিয়ে আনতে হবে| সুপ্রিম কোর্টের রায়ের পরবর্তী দিনই বুধবার সকালে সিবিআই অধিকর্তার দায়িত্ব বুঝে নেন অলোক বর্মা| এরপর বৃহস্পতিবার রাতেই সিবিআই ডিরেক্টর পদ থেকে সরিয়ে স্বরাষ্ট্রমন্ত্রকের অধীন হোমগার্ড, দমকল ও অসামরিক প্রতিরক্ষা বিভাগের শীর্ষ কর্তার পদে বসানো হয় অলোক বর্মাকে| কিন্তু, হোমগার্ড, দমকল ও অসামরিক প্রতিরক্ষা বিভাগের ডিজি পদের দায়িত্বভার গ্রহণ করতে নারাজ সদ্য প্রাক্তন সিবিআই অধিকর্তা অলোক বর্মা| 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *