BRAKING NEWS

উচ্চবর্ণের সংরক্ষণ নিয়ে কেন্দ্রের বিরুদ্ধ সরব কংগ্রেস ও ন্যাশনাল কনফারেন্স

নয়াদিল্লি, ৮ জানুয়ারি (হি.স.) : উচ্চবর্ণের জন্য চাকরি এবং শিক্ষা ক্ষেত্রে দশ শতাংশ সংরক্ষণ নিয়ে কেন্দ্রীয় সিদ্ধান্তকে এক যোগে খোঁচা দিল কংগ্রেস ও ন্যাশনাল কনফারেন্স। আর্থিক ভাবে পিছিয়ে পড়া উচ্চবর্ণের জন্য দশ শতাংশ সংরক্ষণের কেন্দ্রীয় সিদ্ধান্তকে ‘জুমলা’ বলে আখ্যা দিলেন বর্ষীয়ান কংগ্রেস নেতা পি সি চাকো। এদিন তিনি বলেন, ‘নতুন সংরক্ষণ নীতির ঘোষণা আর একটি ‘জুমলা’। লোকসভা নির্বাচনের আগে রাজনৈতিক স্বার্থের দিকে তাকিয়ে এই সিদ্ধান্ত নিয়েছে কেন্দ্র। বিগত সাড়ে চার বছরে সংরক্ষণের ক্ষেত্রে চূড়ান্ত ব্যর্থ কেন্দ্র। তারা ভাল ভাবেই জানে সংসদে এই বিল পাশ হবে না।’ ন্যাশনাল কনফারেন্স নেতা ওমর আবদুল্লা জানিয়েছেন, মধ্যপ্রদেশ, ছত্তিশগড়, রাজস্থান, তেলেঙ্গানা বিধানসভা নির্বাচনে পরাজয়ের পর সাড়ে চার বছর বাদে তাদের সংরক্ষণের কথা মনে পড়েছে। আদতে তারা সংরক্ষণ দিতে চায় না। সংসদে যদি এই বিল পাশ না হয় তখন তারা বলবে আমরা চেষ্টা করেছিলাম কিন্তু সংসদ সম্মতি জানায়নি।


প্রসঙ্গত, আর্থিক ভাবে দুর্বল উচ্চবর্ণের জন্য চাকরি এবং শিক্ষার ক্ষেত্রে দশ শতাংশ সংরক্ষণের সিদ্ধান্ত গ্রহণ করেছে কেন্দ্রীয় মন্ত্রিসভা। আসন্ন লোকসভা নির্বাচনের আগে বড় চমক দিয়েছে কেন্দ্রীয় সরকার। এবার উচ্চশ্রেণির মানুষকে সংরক্ষণের আওতায় আনা হচ্ছে। সোমবার কেন্দ্রীয় মন্ত্রিসভার বৈঠকে এই সিদ্ধান্ত হয়ে গিয়েছে। আর এই ঘোষণার পর শুরু হয়েছে রাজনৈতিক তরজা। কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে সরব বিরোধীরা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *