BRAKING NEWS

বরফের চাদরে ঢাকা পড়ল ভূস্বর্গ, উত্তরাখণ্ডে জারি তুষারপাতের সতর্কতা

শ্রীনগর ও দেহরাদূন, ৫ জানুয়ারি (হি.স.): শ্বেতশুভ্র তুষারে ঢাকা পড়ল কাশ্মীর উপত্যকা| ভূস্বর্গের সর্বত্রই বরফের চাদরে ঢাকা| শনিবার সকাল থেকে বরফ পড়া শুরু হয়েছে কাশ্মীর উপত্যকায়| অবিরাম তুষারপাতে ঢাকা পড়ে গিয়েছে প্রায় সমগ্র কাশ্মীর| বরফের চাদরে ঢাকা পড়েছে অনন্তনাগ, গুলমার্গ, কোকেরনাগ, সোনমার্গ, পহেলগাম, কাজিগুন্দ, বানিহাল, কুপওয়ারা-সহ বিস্তীর্ণ এলাকা| শ্বেতশুভ্র চাদরে ঢাকা পড়েছে শ্রীনগর-জম্মু জাতীয় সড়ক| আপাতত গোটা দেশের সঙ্গে ভূস্বর্গের যোগাযোগ এই মুহূর্তে বন্ধ রয়েছে| তুষারপাতের কারণে শ্রীনগর বিমানবন্দর থেকে বন্ধ রয়েছে উড়ান পরিষেবা| তুষারপাতের পর থেকেই তাপমাত্রাও হুহু করে নামছে| এমতাবস্থায় আগামী ২৪ ঘন্টা হালকা বৃষ্টির পূর্বাভাস জারি করল জম্মু ও কাশ্মীরের আবহাওয়া দফতর|


নতুন বছরের প্রথম সপ্তাহে কাশ্মীর বেড়াতে গিয়ে ভূস্বর্গের অপরূপ এই সৌন্দর্য্য চাক্ষুস করে খুশি পর্যটকরাও| বরফ পড়ার সঙ্গে সঙ্গে তাপমাত্রা আরও নেমে গিয়েছে| শীতে কাৱু হয়েও পর্যটকরা বেরিয়ে পড়েছেন শ্বেতশুভ্র ভূস্বর্গ দেখতে| তবে, তুষারপাতের কারণে শ্রীনগর-জম্মু জাতীয় সড়ক বন্ধ হয়ে যাওয়ায়, এদিন যে সমস্ত পর্যটকদের বাড়ি ফিরে আসার কথা ছিল তাঁরা পড়েছেন চরম দুর্ভোগে| যুদ্ধকালীন তত্পরতায় রাস্তা থেকে বরফ সরানোর কাজ চলছে| এদিকে, বরফ পড়ার সঙ্গে সঙ্গেই কাশ্মীরের ন’টি জেলায় তুষারধসের সতর্কতা জারি করা হয়েছে| তুষারধসের সম্ভাবনা রয়েছে জম্মু ও কাশ্মীরের অনন্তনাগ, কুলগাম, বদগাম, বারামুল্লা, কুপওয়ারা, বান্দিপোরা, গান্ডেরবাল, কার্গিল এবং লেহ জেলায়|জম্মু ও কাশ্মীরের পাশাপাশি উত্তরাখণ্ডেও শুরু হয়েছে তুষারপাত| উত্তরাখণ্ডের উত্তরকাশি, চামোলি, রুদ্রপ্রয়াগ, পিথোরগড় এবং বাগেশ্বর জেলায় শনিবার এবং রবিবার, পর পর দু’দিন বরফ পড়ার সম্ভাবনা রয়েছে| হতে পারে বৃষ্টিও| আবহাওয়া দফতরের এই রিপোর্ট পাওয়ার পরই আগাম সতর্কতামূলক ব্যবস্থা হিসেবে উত্তরকাশি, চামোলি, রুদ্রপ্রয়াগ, পিথোরগড় এবং বাগেশ্বর জেলার জেলা ম্যাজিস্ট্রেটকে সতর্ক করেছে উত্তরাখণ্ড সরকার| 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *