BRAKING NEWS

কংগ্রেসের জন্য কৃষকরা হলেন ভোট ব্যাঙ্ক, বিজেপির জন্য অন্নদাতা : প্রধানমন্ত্রী

পালামু (ঝাড়খণ্ড), ৫ জানুয়ারি (হি.স.): কুর্সিতে বসার পরই কৃষিঋণ মকুবের কথা ঘোষণা করেছেন কংগ্রেসের তিন মুখ্যমন্ত্রী| কৃষিঋণ মকুবের কথা ঘোষণা করেছেন মধ্যপ্রদেশের মুখ্যমন্ত্রী কমল নাথ, রাজস্থানের মুখ্যমন্ত্রী অশোক গেহলট এবং ছত্তিশগড়ের মুখ্যমন্ত্রী ভূপেশ বাঘেল| কৃষিঋণ মকুব নিয়ে কংগ্রেস সভাপতি রাহুল গান্ধী হুঁশিয়ারি দিয়েছেন, ‘প্রধানমন্ত্রীর ঘুম ছোটাব|’ এমতাবস্থায় কৃষিঋণ মকুব নিয়ে কংগ্রেসকে খোঁচা দিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী| শনিবার সকালে ঝাড়খণ্ডের পালামুতে কংগ্রেসকে আক্রমণ করে প্রধানমন্ত্রী বলেছেন, ‘কংগ্রেসের জন্য কৃষকরা হলেন ভোট ব্যাঙ্ক| কিন্তু, আমাদের জন্য কৃষকরা হলেন অন্নদাতা| এটাই কংগ্রেস এবং বিজেপির মধ্যে পার্থক্য|’


বিভিন্ন সেচ প্রকল্পের ভিত্তিপ্রস্তর স্থাপনের জন্য শনিবার ঝাড়খণ্ডের পালামুতে যান প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী| এর মধ্যে উল্লেখযোগ্য হল ২,৩৯১.৩৬ কোটি টাকার মণ্ডল জলাধার| তার আগে একটি জনসভায় প্রধানমন্ত্রী আবাস যোজনার আওতায় সুবিধাভোগীদের হাতে ঘরের চাবি তুলে দেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী| এই জনসভা থেকেই কংগ্রেসকে তুলোধনা করেছেন প্রধানমন্ত্রী| ইউপিএ আমলে বিভিন্ন প্রকল্পের নাম ছিল রাজীব গান্ধী আবাস যোজনা, রাজীব গান্ধী বিদ্যুতিকরণ যোজনা প্রভৃতি| এদিন পালামুর জনসভা থেকে সেই প্রসঙ্গে প্রধানমন্ত্রী বলেছেন, ‘আমাদের দেশে গরিবদের ঘর দেওয়ার জন্য এর আগেও বিভিন্ন প্রকল্প ছিল, কিন্তু সেই সমস্ত প্রকল্পের নামের সঙ্গে কোনও একটি পরিবারের নাম যুক্ত ছিল| কিন্তু, আমরা নরেন্দ্র মোদী অথবা নমো আবাস যোজনা কিংবা রঘুবর দাস আবাস যোজনা তৈরি করিনি| আমরা প্রধানমন্ত্রী আবাস যোজনা তৈরি করেছি, যাতে পরবর্তী প্রধানমন্ত্রী এই প্রকল্পকে এগিয়ে নিয়ে যেতে পারেন| যোজনা নামের জন্য নয়, কাজের জন্য তৈরি করা উচিত| আগে বিশেষ বিশেষ মানুষের নামে যোজনা চলত, এখন সেই সমস্ত যোজনা কোথায় গেল? কোথায় গেল সেই সমস্ত ঘর? কোথায় গেল সেই সমস্ত পয়সা?’পালামুর জনসভা থেকে প্রধানমন্ত্রী আরও বলেছেন, ‘২০২২ সালের মধ্যে দেশের গ্রাম হোক অথবা শহর, প্রতিটি দেশবাসীর মাথার উপর ছাদ থাকবে এটাই আমাদের সরকারের প্রচেষ্টা| এই প্রচেষ্টায় আমাদের সরকার প্রধানমন্ত্রী আবাস যোজনাকে শহরের জন্য আলাদা এবং গ্রামের জন্য আলাদাভাবে তৈরি করেছে| আমরা যখন এই যোজনা শুরু করেছিলাম, তখন প্রশ্ন করা হয়েছিল এই যোজনা তো আগেও ছিল, আপনি বিশেষ কি করবেন? আপনি তো শুধু নাম বদলাচ্ছেন|’ প্রধানমন্ত্রী কংগ্রেসকে আক্রমণ করে আরও বলেছেন, ‘স্বাধীনতার পর থেকে দেশের প্রতিটি সরকার নিজস্ব বোঝাপড়া এবং ক্ষমতা অনুযায়ী কাজ করেছে| কোনও কোনও সরকার নামের উপর বেশি গুরুত্ব দিয়েছে, কোনও কোনও সরকার কাজকে বেশি গুরুত্ব দিয়েছে| প্রধানমন্ত্রী আবাস যোজনায় এখানে আজ ২৫ হাজার মানুষ নিজস্ব ঘর পেয়েছে|’


এদিনের জনসভায় প্রধানমন্ত্রী ছাড়াও উপস্থিত ছিলেন ঝাড়খণ্ডের মুখ্যমন্ত্রী রঘুবর দাস| কংগ্রেস সভাপতি রাহুল গান্ধী এবং তাঁর মা সোনিয়া গান্ধীকে খোঁচা দিয়ে রঘুবর দাস বলেছেন, ‘দালালি এবং কমিশন নেওয়ার ইতিহাস রয়েছে মা ও ছেলের| এঁদের প্রতি জনগণ বীতশ্রদ্ধ| এ জন্য গরিব মোদীকে ক্ষমতা থেকে সরানোর জন্য সমস্ত বিশ্বাসঘাতক এবং জনবিরোধী মানুষ জোটবদ্ধ হয়েছে| প্রসঙ্গত, পালামুতে প্রধানমন্ত্রীর জনসভাকে ঘিরে এদিন কড়া নিরাপত্তায় মুড়ে ফেলা হয় পালামু এবং সংলগ্ন এলাকা| প্রধানমন্ত্রীর সুরক্ষার প্রচুর পুলিশ ও নিরাপত্তারক্ষী মোতায়েন করা হয়| 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *