BRAKING NEWS

বিজয় মালিয়াকে ফেরার ঘোষণা করল আদালত

মুম্বই, ৫ জানুয়ারি (হি.স.) : আর্থিক জালিয়াতির দায়ে অভিযুক্ত লিকার ব্যারন বিজয় মালিয়াকে ফেরার ঘোষণা করল মুম্বইয়ের বিশেষ আদালত।শনিবার এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ইডি)-এর আবেদনের ভিত্তিতে মুম্বইয়ের বিশেষ আদালত আর্থিক জালিয়াতির দায়ে অভিযুক্ত শিল্পপতি বিজয় মালিয়াকে ‘ফেরার অর্থনৈতিক নিয়ম লঙ্ঘনকারী’ হিসেবে ঘোষণা করেছে। গত বছর আগস্টে তৈরি হওয়া নতুন আইন ‘ফিউজিটিভ ইকোনমিক অফেন্ডার অ্যাক্ট’ প্রয়োগ করে বিজয় মালিয়াকে পলাতক হিসেবে ঘোষণা করল আদালত। বিচারপতি এমএস আজমি এই আইনের ১২ নম্বর ধারা অনুযায়ী মালিয়াকে পলাতক হিসেবে ঘোষণা করেন। এদিন ইডি-র আইনজীবী এবং মালিয়ার আইনজীবীর বক্তব্য শোনার পর এই ঘোষণা করেন বিচারপতি।বিজয় মালিয়ার বিরুদ্ধে ঋণ খেলাপি এবং আর্থিক জালিয়াতির অভিযোগ রয়েছে। ২০১৬ সালের মার্চ থেকে তিনি ইংল্যাণ্ডের লন্ডন আত্মগোপন করে রয়েছেন বিজয় মালিয়া।


বিজয় মালিয়াকে পলাতক ঘোষণার করার পর এবার তাঁর সমস্ত সম্পত্তি বাজেয়াপ্ত করার ক্ষেত্রে আর কোনও বাধা রইল না বলে মনে করা হচ্ছে। উল্লেখ্য, বিজয় মালিয়ার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি হওয়ার পর থেকেই তাকে দেশে ফেরানোর অনেক চেষ্টা করা হয়েছিল। কিন্তু সম্প্রতি একটি ট্যুইটে তিনি জানিয়েছিলেন, তিনি ১০০ শতাংশ টাকা ফিরিয়ে দিতে প্রস্তুত আছেন। তবে তাঁর বিরুদ্ধে টাকা চুরির যে অভিযোগ উঠছে তা যেন বন্ধ করা হয়। মালিয়া আরও জানান, তিনি একটা টাকাও ধার করেননি। তাঁর কোম্পানি কিংফিশার এয়ারলাইনস ৯ হাজার কোটি টাকার ঋণ নিয়েছিল। তার গ্যারান্টার হওয়াটা কোনও অপরাধের নয়। অন্যদিকে মালিয়ার তরফের উকিলের বক্তব্য। তিনি বহু আগেই মূল টাকার ৮০ শতাংশ ব্যাঙ্কে ফিরিয়ে দিতে চেয়েছিলেন। কিন্তু ব্যাঙ্কের তরফে সেই সময় কিছু জানানো হয়নি এবং তাকে দেশে ফেরানোর জন্য চাপ সৃষ্টি করা হচ্ছিল।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *