BRAKING NEWS

নিউল্যান্ডসেও প্রোটিয়াদের আক্রমণে দিশেহারা পাকিস্তান

কেপটাউন, ৪ জানুয়ারি (হি.স.) : সুপার স্পোর্টস পার্কের পর নিউল্যান্ডসেও অলিভারে দিশেহারা পাকিস্তান৷ সেঞ্চুরিয়নে সিরিজের প্রথম টেস্ট জয়ের পর কেপটাউনে দ্বিতীয় টেস্টের প্রথম দিনেই চালকের আসনে থাকল দক্ষিণ আফ্রিকা৷ পাকিস্তানের ১৭৭ রানের জবাবে দিনের শেষে দু’ উইকেটে ১২৩ রান তুলেছে প্রোটিয়াবাহিনী৷


সেঞ্চুরিয়নে প্রথম টেস্টে ১১টি উইকেট নিয়ে দলকে সহজ জয় এনে দিয়েছিলেন অলিভার৷ কেপটাউনেও তাঁর আগুনে বোলিংয়ের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তুলতে ব্যর্থ পাক ব্যাটসম্যানরা৷ মাত্র ৪৮ রান খরচ করে তুলে নেন ৪টি উইকেট৷ সুপার স্পোর্টস পার্কে শন পোলককে টপকে দেশের হয়ে সবচেয়ে বেশি টেস্ট শিকার করা ডেল স্টেইন কেপ টাউনে তুলে নেন তিন উইকেট৷ রাবাদার ঝুলিতে ২টি উইকেট৷ নিউল্যান্ডসের সবুজ পিচে অল-পেস অ্যাটাকে মাঠে নামে দক্ষিণ আফ্রিকা৷পাক ইনিংসের একমাত্র হাফ-সেঞ্চুরি ক্যাপ্টেন সরফরাজ আহমেদের৷ প্রোটিয়া পেসারদের বিরুদ্ধে লড়াই করে সর্বোচ্চ ৫৬ রানের ইনিংস খেলে অলিভারের শিকার হন সরফরাজ৷ দ্বিতীয় সর্বোচ্চ স্কোর শন মাসুদের ৪৪ রান৷ ইনিংসে মাত্র ৪ পাক ব্যাটসম্যান দু’ অংকের রানে পৌঁছন৷


রান তাড়া করতে নেমে ওপেনিং জুটিতে হাফ-সেঞ্চুরি করেন দুই প্রোটিয়া ওপেনার মার্করাম ও এলগার৷ আক্রমণাত্মক ইনিংস খেলে দু’জনে ওভার পিছু ৫ রান করে তোলেন প্রোটিয়া ওপেনাররা৷ তবে ব্যক্তিগত ২০ রানে মহম্মদ আমেরের বল আউট হয়ে এলগার প্যাভিলিয়নের পথ ধরেন৷ তবে ৯৬ বলে ৭৮ রানের গুরুত্বপূর্ণ ইনিংস খেলেন মার্করাম৷ দিনের শেষ বলে মাসুদের বলে বোল্ড হন তিনি৷ প্যাভিলিয়ের পথে হাঁটা লাগানোর আগে দ্বিতীয় উইকেটে আমলার সঙ্গে ৬৭ রান যোগ করেন মার্করাম৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *