BRAKING NEWS

অবশেষে সিডনিতে শতরান হাঁকালেন ঋষভ পন্ত

সিডনি, ৪ জানুয়ারি (হি.স.) : অস্ট্রেলিয়া সফরে অবশেষে শতরান হাঁকালেন ঋষভ পন্ত৷ স্বভাবসুলভ আগ্রাসী ব্যাটিংয়ে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে প্রথম এবং টেস্ট কেরিয়ারের দ্বিতীয় শতরান করলেন ভারতের তরুণ উইকেটকিপার-ব্যাটসম্যান৷ শুধু তাই নয়, নিমেশে দেড়শো রানের গণ্ডি টপকে কেরিয়ারের সর্বোচ্চ টেস্ট ইনিংস খেলেন তিনি৷ নটিংহ্যামে তাঁর টেস্ট অভিষেক৷ সাউদাম্পটন ঘুরে ওভালে কেরিয়ারের তৃতীয় টেস্টেই ঝকঝকে সেঞ্চুরি৷ ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে রাজকোট ও হায়রাবাদে দু’টি টেস্টে আউট হন নব্বইয়ের কোঠায়৷ অস্ট্রেলিয়া সফরে প্রথম তিন টেস্টে ২৫ থেকে ৩৯ রানের মধ্যে ঘোরাফেরা করছিলেন৷ অবশেষে সিডনিতে এসে ফের শতরানের মুখ দেখলেন ঋষভ পন্ত৷


লাঞ্চে ঋষভ অপরাজিত ছিলেন ব্যক্তিগত ২৭ রানে৷ দ্বিতীয় সেশনে ৬১ রান যোগ করেন তিনি৷ ৪টি বাউন্ডারির সাহায্যে ৮৫ বলে হাফসেঞ্চুরি পূর্ণ করা পন্ত চায়ের বিরতিতে নটআউট ছিলেন ৮৮ রান করে৷ টি ব্রেকের পর ব্যক্তিগত শতরান পূর্ণ করলেও অতীতের ভুল থেকে শিক্ষা নিয়ে এই তরুণ তুর্কি শতরানে পা রাখেন৷ এদিনে ক্রিজের অপর প্রান্তে ধ্বংসাত্মক মেজাজে ছিলেন অলরাউন্ডার রবীন্দ্র জাদেজাও৷ পন্তের সঙ্গে পাল্লা দিয়ে রান তুলতে থাকেন জাদেজাও৷ ঝড়ের গতিতে ব্যক্তিগত অর্ধশতরানে পৌঁছে যান তিনি৷ শতরানের ইঙ্গিত ছিল জাদেজার ব্যাটেও৷ তবে রান তোলার গতি বাড়ানোর চেষ্টায় তিনি আউট হয়ে বসা মাত্র ভারত প্রথম ইনিংসের সমাপ্তি ঘোষণা করে৷ ৭ উইকেটে দলগত ৬২২ রানের মাথায় প্রথম ইনিংস ডিক্লেয়ার করেন কোহলি৷ 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *