BRAKING NEWS

মুখ্যমন্ত্রীর পরিদর্শন ঘিরে সচিবালয়ে সাফাইয়ের নামে বহু গুরুত্বপূর্ণ নথি গায়েব

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১ জানুয়ারি ৷৷ সম্ভবত এই প্রথম কোন মুখ্যমন্ত্রী সচিবালয়ের বিভিন্ন আনাচে কানাচে ঘুরে হাল হকিকত যাচাই করেছেন৷ মঙ্গলবার মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব সচিবালয় ঘুরে দেখেছেন৷ কিন্তু, মুখ্যমন্ত্রীর এই পরিদর্শনের সুযোগে সাফাইয়ের নামে সচিবালয় থেকে বহু গুরুত্বপূর্ণ নথি গায়েব হয়ে গিয়েছে৷ পুর নিগমের সাফাইয়ের গাড়িতে করে নথি সরানোর সময় রাস্তায় গড়াগড়ি খেয়েছে বিভিন্ন জরুরি কাজগপত্র৷ সূত্রের খবর, গ্রামোন্নয়ন দপ্তরের বহু নথি এভাবেই সচিবালয় থেকে সরানো হয়েছে৷ পূর্বতন সরকারের আমলের দূর্নীতি একাংশ আধিকারিক এইভাবেই ধামাচাপা দেওয়ার কৌশল নিয়েছেন বলে ধারণা করা হচ্ছে৷

মঙ্গলবার সচিবালয় পরিদর্শন করেন মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব৷ ছবি- নিজস্ব৷

সোমবার সচিবালয়ে বিভিন্ন কক্ষের সাফাই করা হয়েছে৷ আবর্জনার স্তুপ থেকে শুরু জঞ্জাল সবকিছুই পরিস্কার করা হয়েছে৷ প্রয়োজনীয় নয়, এমন আসবাবপত্র সরানো হয়েছে৷ কারণ, মঙ্গলবার মুখ্যমন্ত্রী সচিবালয় পরিদর্শন করবেন বলে সমস্ত দপ্তরকে জানানো হয়েছিল৷ মঙ্গলবার মুখ্যমন্ত্রী অকস্মাৎ সচিবালয় পরিদর্শন করেছেন বলে আধিকারিকরা দাবি করলেও, তিনদিন আগেই এই খবর এবং প্রয়োজনীয় প্রস্তুতি দেওয়ার জন্য সমস্ত দপ্তরকে জানানো হয়েছিল৷ ধারণা করার হচ্ছে, মুখ্যমন্ত্রী না জানিয়েই আধিকারিকরা তাঁর পরিদর্শনের আগাম সূচনা দিয়েছিলেন৷ কারণ, মঙ্গলবার সরকারী প্রেস রিলিজে মুখ্যমন্ত্রীর পরিদর্শনকে অকস্মাৎ বলা হয়েছে৷

স্বাভাবিকভাবেই, মুখ্যমন্ত্রীর পরিদর্শন ঘিরে সাফাইয়ের অনুমতি পেয়ে সমস্ত দপ্তর নিজ নিজ ভাবে উদ্যোগ নেয়৷ সোমবার পুর নিগমের আবর্জনা সংগ্রহ করার গাড়িতে করে অপ্রয়োজনীয় সামগ্রী সচিবালয় থেকে বাইরে পাঠানো হয়৷ অভিযোগ, ওই গাড়িটি যাওয়ার সময় গ্রামোন্নয়ন দপ্তরের প্রচুর নথি রাস্তায় ছড়িয়ে ছিটিয়ে পড়ে৷ প্রত্যক্ষদর্শীদের বক্তব্য, নথি দেখে মনে হয়েছে ভীষণ গুরুত্বপূর্ণ কাগজ৷ তবে, এবিষয়ে প্রশাসনের তরফে কোন বক্তব্য জানা যায়নি৷ রাজ্য সরকারের সাধারণ প্রশাসনের জনৈক আধিকারীককে এবিষয়ে জিজ্ঞাসা করা হলে তিনি কোন কিছুই জানেন না বলে জানিয়েছেন৷ তাঁর কথায়, যে কোন নথি নষ্ট করার নির্দিষ্ট প্রক্রিয়া রয়েছে৷ ওই প্রক্রিয়ার মধ্যে থেকেই পুরনো নথি নষ্ট করা হয়৷ কিন্তু, সরকারী গুরুত্বপূর্ণ নথি এভাবে রাস্তায় পাওয়া গেলে বিষয়টি খুবই চিন্তাজনক বলে তিনি মন্তব্য করেছেন৷

এদিন পরিদর্শনের সময় মুখ্যমন্ত্রী মহাকরণের অভ্যন্তরে স্বচ্ছতার বিষয়ে খোঁজ খবর নেন৷ সচিবালয়ের যেসব জায়গায় স্বচ্ছতার অভাব দেখা গেছে সেখানকার আধিকারিকদের শীঘ্রই স্বচ্ছতা বজার রাখার জন্য তিনি নির্দেশ দেন৷ এদিন মুখ্যমন্ত্রীর পরিদর্শনের মাধ্যমে স্বচ্ছতার পরিবেশ যাচাই করার প্রয়াস সর্বপ্রথম তিনি নিজের কার্যালয় তথা মহাকরণ থেকেই শুরু করেন৷ এই পরিদর্শনের মধ্যে সর্বপ্রথম মুখ্যমন্ত্রী তার প্রধান সচিব কুমার অলোকের কার্যালয় পরিদর্শন করেন৷ এরপর তিনি তার ও এস ডি সঞ্জয় মিশ্র ও জয়রাজ পান্ডয়ার কক্ষ পরিদর্শণ করেন৷ প্রধান সচিব এবং বিশেষ আধিকারিকদের কক্ষের স্বচ্ছতা দেখে মুখ্যমন্ত্রী সন্তোষব্যক্ত করেন৷ নিজের আধিকারিকদের কক্ষে স্বচ্ছতা পরিদর্শনের পর তিনি সোজা ভূ -তল বিভাগে চলে যান এবং সেখানে সচিবালয়ের প্রধান ফটকে পৌছে সেখানকার সুরক্ষা ব্যবস্থাপনার বিষয়ে বিস্তারিত খোঁজ খবর নেন৷ এরপর মুখ্যমন্ত্রী সচিবালয় প্রাঙ্গণে যানবাহন রাখার বিষয়টি নিয়ে খোঁজ নেন এবং সাধারণ প্রশাসন ও সচিবালয় প্রাঙ্গণে যানবাহন রাখার বিষয়টি নিয়ে খোঁজ নেন এবং সাধারণ প্রশাসন ও সচিবালয় প্রশাসনের আধিকারিকদের শীঘ্রই নিয়মানুূসারে যানবাহন পার্কিং এর নির্দেশ দেন৷ এরপ মুখ্যমন্ত্রী মোটর যান বাহন রাখার পার্কিং জোনের দিকে নজর দেন এবং সেখানেও শীঘ্রই নিয়ম অনুযায়ী যানবাহন রাখার কড়া নির্দেশ দেন৷ এরপর তিনি সচিবালয়ের পূর্বদিকের কার্যালয়ের খোঁজখবর নেন এবং সেখানের সামনের দৃশ্যমান এলাকার সৌন্দর্য বাড়ানো এবং এই জায়গাটির সাজসজ্জার বিষয়ে আরও বেশী সচেতন হতে পরামর্শ দেন৷

এরপর প্রধান প্রবেশদ্বারে প্রচলিত নিয়মকানুন বিষয়ে মুখ্যমন্ত্রী অবহিত হন এবং সচিবালয়ে প্রবেশের প্রচলিত পদ্ধতি বাদ দিয়ে আধুনিক পদ্ধতিতে কাজ করার নির্দেস দেন৷ এরপর সচিবালয়ের প্রবেশপথে অব্যবস্থা বন্ধ করে অতিসত্বর দর্শনার্থীদের তথ্য নিবন্ধিকরণের বিষয়ে নতুন পদ্ধতি তথা ডিজিটালাইজেশন করার নির্দেশ দেন৷ জেনারেল এডমিনিস্ট্রেশন এবং সেক্রেটারিয়েট এডমিনিস্ট্রেশন এর অন্তর্গত সমস্ত বিভাগের কার্যালয়গুলি মুখ্যমন্ত্রী পরিদর্শন করেন৷ এরপর তিনি এসবিআই এবং কো অপারেটিভ ব্যাঙ্কের শাখাগুলিতে পরিস্কার পরিচ্ছন্নতা যাচাই করতে যান এবং সব জায়গায় পুরনো পদ্ধতি বাদ দিয়ে নতুন উদ্যমে নতুন পদ্ধতিতে কাজ করার কথা বলেন৷ বিভিন্ন কার্যালয়ের পুরনো আসবাবপত্র সরিয়ে দিতে বলেন এবং কার্যালয়ের পুরনো প্রয়োজনীয় নথিপত্রগুলিকে ডিজিটালাইজেশন করার জন্য আদেশ দেন৷ সেখানকার স্বচ্ছতার প্রয়োজনীয় নথিপত্রগুলিকে ডিজিটালাইজেশন করার জন্য আদেশ দেন৷ সেখানকার স্বচ্ছতার বিষয়েও লক্ষ্য রাখার জন্য নির্দেশ দেন৷ মুখ্যমন্ত্রীর পরিদর্শনে মহাকরণের সমস্ত বিভাগের কর্মীদের মধ্যে আজ খুশির আবহ দেখা যায়৷ আজ নববর্ষের দিনে কর্মচারীরা মুখ্যমন্ত্রীকে তাদের কাছে পেয়ে উৎসাহিত হন এবং তাকে স্বাগত ও অভ্যর্থনা জানান৷ আগে দেখা যেত নববর্ষের দিনে কর্মচারীদের উপস্থিতি অনেক কম হত, কিন্তু এবছর নতুন সরকারের কর্মসংসৃকতি ফিরিয়ে আনার উদ্যোগে সাড়া দিয়ে আজকের দিনেও কর্মচারীদের উপস্থিতি ছিল লক্ষ্যনীয়৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *