BRAKING NEWS

প্রয়াত বর্ষীয়ান অভিনেতা-চিত্রনাট্যকার কাদের খান

মুম্বই ও নয়াদিল্লি, ১ জানুয়ারি (হি.স.): বছরের শুরুতেই দুঃসংবাদ| বিষন্নতার ছায়া বলিউডে| দীর্ঘ দিন অসুস্থ থাকার পর কানাডার একটি হাসপাতালে প্রয়াত হয়েছেন বর্ষীয়ান অভিনেতা তথা চিত্রনাট্যকার কাদের খান| মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৮১ বছর| বর্ষীয়ান অভিনেতা কাদের খানের ছেলে সরফরাজ খান সংবাদ মাধ্যমকে জানিয়েছেন, ‘বাবা আমাদের ছেড়ে চলে গিয়েছেন| কানাডার সময় অনুযায়ী ৩১ ডিসেম্বর সন্ধ্যা ছ’টা নাগাদ শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন তিনি| ১৬-১৭ দিন ধরে তিনি হাসপাতালে চিকিত্সাধীন ছিলেন|’ সরফরাজ আরও জানিয়েছেন, ‘কানাডাতেই শেষকৃত্য সম্পন্ন হবে| আমাদের পরিবারের সকলেই এখানে রয়েছে এবং আমরা এখানেই বসবাস করি| তাই এমন সিদ্ধান্ত নেওয়া হয়েছে|’ বর্ষীয়ান অভিনেতা তথা চিত্রনাট্যকার কাদের খান-এর প্রয়াণে গভীর শোকপ্রকাশ করেছেন রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দ এবং প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী| মাইক্রোব্লগিং সাইট টুইটার মারফত রাষ্ট্রপতির শোকবার্তা, ‘বর্ষীয়ান অভিনেতা এবং চিত্রনাট্যকার কাদের খান-এর মৃতু্যর খবর শুনে অত্যন্ত দুঃখিত| তাঁর বহুমুখী প্রতিভা….কমেডি এবং নেতিবাচক ভূমিকায়, এখনও স্মরণীয় হয়ে আছে| তাঁর পরিবার, বন্ধুবান্ধব এবং ভক্তদের সমবেদনা|’ টুইটার মারফত শোকবার্তায় প্রধানমন্ত্রী লিখেছেন, ‘কাদের খানজী তাঁর দুর্দান্ত অভিনয় দক্ষতার সঙ্গে পর্দাকে আলোকিত করেছিলেন….তাঁর প্রয়াণে দুঃখিত| তাঁর পরিবার এবং অনুগামীদের প্রতি সমবেদনা|’
বেশ কয়েকবছর ধরেই অসুস্থ হয়ে কানাডায় রয়েছেন বর্ষীয়ান অভিনেতা তথা লেখক কাদের খান| তাঁর দুই ছেলে সরফরাজ ও শাহনওয়াজ খান এবং তাঁদের পরিবার সেখানেই রয়েছে| কিছুদিন আগেই গুরুতর অসুস্থ হয়ে পড়েছিলেন কাদের খান| নিঃশ্বাস নিতে সমস্যা হচ্ছিল বলে তাঁকে সাধারণ ভেন্টিলেটরের পরিবর্তে বাইপাপ (BiPAP) ভেন্টিলেটরে রাখা হয়| বর্ষীয়ান অভিনেতার আরোগ্য কামনা করেছিলেন অমিতাভ বচ্চন-সহ তাঁর অগণিত ভক্তরা| আরোগ্য কামনা বৃথা হল, চলচ্চিত্র জগতকে শোকস্তব্ধ করে চিরঘুমে শায়িত হলেন বর্ষীয়ান অভিনেতা তথা লেখক কাদের খান|
১৯৩৭ সালের ১১ ডিসেম্বর আফগানিস্তানের রাজধানী কাবুলে জন্মগ্রহণ করেছিলেন অভিনেতা কাদের খান| পার্শ্বচরিত্র থেকে মূল চরিত্রে আসতে বেশি বেগ পেতে হয়নি কাদের খানকে| কখনও তাঁকে দেখা গিয়েছে খলনায়কের চরিত্রে, কখনও বা নায়িকার বাবার চরিত্রে, আবার কখনও একেবারেই কমেডিয়ান ভূমিকায়| সবেতেই সাবলীল ছিলেন কাদের খান| ১৯৭৩ সালে রাজেশ খান্নার সঙ্গে তাঁর অভিনীত ছবি ‘দাগ’| হিন্দি ও উর্দু মিলিয়ে অভিনয় করেছেন ৩০০-রও বেশি ছবিতে| পাশাপাশি ২৫০-এরও বেশি ছবির সংলাপ করেছেন বর্ষীয়ান এই লেখক| কাদের খানের অভিনীত এবং সংলাপ রচনা করা ছবি গুলির মধ্যে অন্যতম হল-‘ধরম বীর’, ‘গঙ্গা যমুনা সরস্বতী’, ‘কুলি’, ‘দেশ প্রেমী’, ‘সুহাগ’, ‘অমর আকবর অ্যান্থনি’ প্রভৃতি|

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *