BRAKING NEWS

গ্যাস সিলিন্ডার পরীক্ষায় ‘উত্তীর্ণ’ বাধ্যতামূলক হলেও সাময়িক স্বস্তি

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ৩১ ডিসেম্বর৷৷ মানুষের প্রাণ তাঁদের কাছে মূল্যহীন৷ তাই, অন্যায় আবদারে রাজপথ স্তব্ধ করে দিলেন অটো চালকরা৷ সিএনজি অটোর সিলিন্ডারের টেস্টিং সার্টিফিকেট না থাকায় সোমবার গ্যাস দেওয়া হচ্ছিল না৷ এরই প্রতিবাদে এদিন একাধিক স্থানে পথ অবরোধ করেন অটো চালকরা৷ তাতে, প্রচন্ড হয়রাণির শিকার হন সাধারণ জনগণ৷ পরিস্থিতি সামাল দিতে নেমে প্রশাসনের তরফে সিদ্ধান্ত নেওয়া হয়েছে, সিএনজি অটোর সিলিন্ডার টেস্টিং বাধ্যতামূলক৷ তবে, রাজ্যে বর্তমানে যেহেতু টেস্টিং সেন্টার মাত্র তিনটি তাই, বুকিংয়ের রসিদ দেখালেও দেওয়া হবে গ্যাস৷ কিন্তু, নির্দিষ্ট সময়ের মধ্যেই টেস্টিং সার্টিফিকেট সংগ্রহ করতে হবে অটো চালকদের৷ কারণ, দ্বিতীয় দফায় কোন ছাড় দেওয়া হবে না৷
আমতলিতে সিএনজি অটোর সিলিন্ডার ফেঁটে দুইজন যাত্রী ঘটনস্থলেই জীবন্ত দগ্দ হয়ে মারা গেছেন৷ অটোর চালক গুরুতর আহত হয়ে হাসপাতালে ভর্তি হন৷ কিন্তু, বেশ কয়েকদিন মৃত্যুর সাথে পাঞ্জা লড়ে সোমবার তাঁর মৃত্যু হয়৷ ওই ঘটনায় আহত হয়েছেন চারজন৷ এই ভয়াবহ ঘটনার পর টনক নড়ে প্রশাসনের৷ কারণ, ওই ঘটনার তদন্তে প্রমাণিত হয়েছে, অটোর সিলিন্ডারে ত্রুটির কারণেই দূর্ঘটনাটি ঘটেছে৷ এরপরই প্রশাসনের কঠোর হস্তক্ষেপে টিএনজিসিএল কর্তৃপক্ষ অটোর সিলিন্ডারের টেস্টিং সার্টিফিকেট ছাড়া গ্যাস দেওয়া হবে না বলে নির্দেশ করে এবং ৩১ ডিসেম্বরের মধ্যে সার্টিফিকেট সংগ্রহ করার চূড়ান্ত সময় বেঁধে দেয়৷
সোমবার সকালে এই সিদ্ধান্তের প্রতিবাদে অটো চালকরা আগরতলায় একাধিক স্থানে পথ অবরোধ করেন৷ কারণ, বহু অটো চালকের টেস্টিং সার্টিফিকেট ছিল না৷ তাছাড়া, এই স্বল্প সময়ের মধ্যে তাঁরা সার্টিফিকেটও সংগ্রহ করতে পারছিলেন৷ ফলে, তারা পথ অবরোধের পথ বেছে নেন৷ স্বাভাবিকভাবে প্রশ্ণ উঠেছে, অটো চালকরা বেআইনীভাবে অটো চলাতে চাইছেন, তাও আবার মানুষের জীবন ঝঁুকিতে রেখে, এই অধিকার তাঁদের কে দিয়েছে৷ তাঁদের রোজগারে আঘাত আসবে এই অজুহাতে তাঁরা এদিন পথ অবরোধ করেন৷
এবিষয়ে এদিন সাংবাদিক সম্মেলনে পরিবহন মন্ত্রী প্রণজিৎ সিংহ রায় জানিয়েছেন, রাজ্যের সকল সিএনজি চালিত অটো গাড়িকে টেস্টিং সার্টিফিকেট নেওয়া বাধ্যতামূলক করা হয়েছে৷ যাদের সিএনজি’র টেস্টিং সার্টিফিকেট নেই তাদের যাতে সিএনজি ফিলিং স্টেশন থেকে গ্যাস দেওয়া না হয় তার জন্য টিএনজিসিএলকে বলা হয়েছে৷ আপাততঃ টেস্টিং সার্টিফিকেট না নেওয়া পর্যন্ত এর জন্য বুকিং নিলেই ঐ নির্দিষ্ট সময় পর্যন্ত সিএনজি চালিত অটোগুলিকে গ্যাস দেওয়া হবে৷
তাঁর কথায়, রাজ্যে বর্তমানে মোট ৯,০২১ টি অটো রয়েছে৷ এরমধ্যে সিএনজি চালিত অটো রয়েছে ৬,১৬০টি৷ তাঁর বক্তব্য, সিএনজি চালিত যে সকল অটোর টেসিটং সার্টিফিটে ছিল না তাদের টেস্টিং সার্টিফিকেট নেওয়ার আজ ছিল শেষ দিন৷ কিন্তু আজ হঠাৎ করে আগরতলা শহরের বিভিন্ন জায়গায় সিএনজি চালিত অটো মালিকরা এই টেস্টিং সার্টিফিকেট নেওয়ার সময়সীমা বৃদ্ধির জন্য রাস্তা অবরোধ করেন৷ এই বিষয়ে আজ টিএনজিসিএল অফিসে পরিবহণ দপ্তর, অটো মালিক ও টিএনজিসিএল-র মধ্যে ত্রিপাক্ষিক বৈঠক অনুষ্ঠিত হয়৷ বৈঠকে সিদ্ধান্ত নেওয়া হয় সব অটোকে টেস্টিং সার্টিফিকেট নিতে হবে৷ অথরাইজড সেন্টার থেকে রেট্রোফিটিং করাতে হবে৷ বিভিন্ন সার্টিফিকেট-র সময়সীমা শেষ ওয়ার আগেই পুনর্নবিকরণ করতে হবে৷ পেট্রোল চালিত অটো মালিকদের নিজ নিজ অটো সিএনজিতে রূপান্তরে আগাম অনুমতি নিতে হবে৷ ত্রিপুরা ট্রান্সপোর্ট এক্ট ২০১৬ অনুযায়ী সমস্ত অটো মালিকগণকে রোড সেফটি মেনে চলতে হবে৷
পরিবহন মন্ত্রীর কথায়, সংশ্লিষ্ট দপ্তরের অটোর জন্য ৫০০ টাকা, লাইট মোটর ভ্যাহিক্যালের জন্য ২০০০ টাকা এবং হেভি মোটর ভ্যাহিকেলের জন্য ২৫০০ টাকা জমা দিলে ঐ যানবাহনগুলিকে পেট্রোল থেকে সিএনজি-তে রূপান্তর করা যাবে৷ তাঁর বক্তব্য, সম্প্রতি আমতলিতে সিএনজি চালিত অটোরিক্সা, মোটর বাইক ও প্রাইভেট গাড়ির দুর্ঘটনায় অটো সিলিন্ডারটি ফেটে যায়৷ এই দুর্ঘটনায় তিন জন মারা যান ও ৪ জন গুরুতর আহত হন৷ এটা অত্যন্ত মর্মান্তিক ঘটনা৷ তাঁর দাবি, সিএনজি চালিত অটোর সিলিন্ডারটি বৈধ ছিল না৷ পরিবহণ দপ্তর থেকে টিএনজিসিএল-কে এই দুর্ঘটনার তদন্ত করে ববস্থা নেওয়ার নির্দেশ দেওয়া হয়৷ টিএনজিসিলে-কে নির্দেশ দেওয়া হয়েছে এখন থেকে পেট্রোল থেকে সিএনজিতে রূপান্তর করতে যানবাহনের যাতে যথাযথ সার্টিফিকেট থাকে তা সুনিশ্চিত করতে হবে৷ তিনি ইঙ্গিত দেন, টিএনজিসিএল দায়িত্ব ঠিকভাবে পালন না করলে তাঁদের বিরুদ্ধেও কঠোর পদক্ষেপ নেওয়া হবে৷ সাথে যোগ করেন, সিলিন্ডার টেস্টিং সেন্টার বাড়ানোর জন্য টিএনজিসিএলকে নির্দেশ দেওয়া হয়েছে৷
পরিবহন মন্ত্রীর দাবি, পূর্বতন সরকারের আমল থেকেই এই বেআইনী কাজ শুরু হয়েছে৷ অটো চালকদের বেআইনীভাবে চলাফেরা করার সুযোগ তাঁরাই করে দিয়েছে৷ তাঁর মতে, আজ জনগণ যেভাবে হয়রাণির শিকার হয়েছেন তার জন্য অটো চালক এবং পূর্বতন সরকার দায়ী৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *