BRAKING NEWS

জলের অভাবে খরা কর্ণাটকে, মুখ্যমন্ত্রী সিঙ্গাপুরে : ইয়েদুরাপ্পা

বেঙ্গালুরু, ৩১ ডিসেম্বর (হি.স.) মুখ্যমন্ত্রী এইচ ডি কুমারস্বামীর সিঙ্গাপুর সফর নিয়ে নিন্দায় সরব হলেন বর্ষীয়ান বিজেপি নেতা তথা প্রাক্তন মুখ্যমন্ত্রী বি এস ইয়েদুরাপ্পা। রাজ্যের ১৫৬টি তালুকা খরায় ভুগছে। আর এদিকে নববর্ষ উদযাপন করতে মুখ্যমন্ত্রী সিঙ্গাপুরে গিয়ে বসে রয়েছেন।
সোমবার বি এস ইয়েদুরাপ্পা বলেন, ১৫৬টি তালুকা খরা চলছে। ওই তালুকাগুলিকে জলের অভাব দেখা দিয়েছে। কৃষকেরা আত্মহত্যা করছে। আর এদিকে রাজ্যের মুখ্যমন্ত্রী সিঙ্গাপুরে গিয়ে নববর্ষ উদযাপন করছেন। তাঁর মন্ত্রিসভার অন্য মন্ত্রীরা বিভিন্ন জায়গায় গিয়ে নববর্ষ উদযাপন করছেন।
প্রসঙ্গ, এর আগেও এই বিষয়ে সরব হয়েছিল বিজেপি। গত শনিবার কুমারস্বামীকে কটাক্ষ করে ‘অ্যাকসিডেণ্টাল চিফ মিনিস্টার’ বলে বিজেপি। ট্যুইটারে রাজ্য বিজেপির তরফ থেকে লেখা হয়েছে, রাজ্যে নতুন সরকার ক্ষমতায় আসার পর ৩৭৭ জন কৃষক আত্মহত্যা করেছে। ১৫৬টি তালুকায় খরা চলছে। কৃষি ঋণও পুরোপুরি মকুব করে দেওয়া হয়নি। দেনার দায়ে জর্জরিত কর্ণাটক। এমন সময় তথাকথিত ভূমিপুত্র মুখ্যমন্ত্রী কুমারস্বামী সিঙ্গাপুরে নববর্ষ পালন করছেন। অ্যাকসিডেন্টাল চিফ মিনিস্টার নিয়ে যদি ছবি তৈরি হয়। তা হলে নায় ভূমিকায় অভিনয় করবেন এইচ ডি কুমারস্বামী।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *