BRAKING NEWS

শেষ নিঃশ্বাস ত্যাগ করলেন বিশ্বখ্যাত পরিচালক মৃণাল সেন

কলকাতা, ৩০ ডিসেম্বর (হি.স.) : ভারতীয় চলচ্চিত্রে নক্ষত্রপতন। বছরের শেষ রবিবাসরীয় সকালে শেষ নিঃশ্বাস ত্যাগ করলেন মৃণাল সেন। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৯৫। এদিন সকাল ১০টা ৩০ মিনিট নাগাদ দক্ষিণ কলকাতার ভবানীপুরে নিজের বাসভবনে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। বার্ধক্যজনিত কারণেই মৃত্যু হয় তাঁর। মৃণাল সেনের প্রয়াণে এক যুগের শেষ হল।
সত্যজিৎ রায়, ঋত্বিক ঘটকের সমসাময়িক ছিলেন মৃণাল সেন। বলা ভাল এই তিন পরিচালকের উপর ভর করেই ভারতীয় চলচ্চিত্র বিশ্বমঞ্চে নিজেকে মেলে ধরতে পেরেছিল। জন্ম ১৯২৩ সালের ১৪ মে। লেখাপড়া স্কটিশ চার্চ কলেজ এবং পরে কলকাতা বিশ্ববিদ্যালয়ে। ভারতীয় চলচ্চিত্রে তিনি একে একে উপহার দিয়েছে নীল আকাশের নীচে, বাইশে শ্রাবণ, ভুবন সোম, ইন্টারভিউ, ক্যালকাটা, পদাতিক, মৃগয়া সহ একাধিক ছবি। তাঁর পরিচালিত ছবিগুলি দেশ বিদেশে একাধিক পুরস্কারে ভূষিত হয়। ১৯৮৩ সালে ভারত সরকার তাঁকে পদ্মভূষন সম্মানে ভূষিত করেন। বাংলা ছাড়াও হিন্দিতে ভাষাতেও ছবি করেছেন তিনি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *