BRAKING NEWS

তিন তালাক বিল : জয়েন্ট সিলেক্ট কমিটিতে পাঠানোর আর্জি কংগ্রেস-তৃণমূলের, মহিলাদের অধিকারের পক্ষে সওয়াল আইনমন্ত্রীর

নয়াদিল্লি, ২৭ ডিসেম্বর (হি.স.): তিন তালাক বিল নিয়ে সংসদের নিম্নকক্ষ লোকভায় শুরু হল আলোচনা| দু’দফায় দুপুর বারোটা এবং দুপুর দু’টো পর্যন্ত লোকসভার অধিবেশন মুলতুবি হওয়ার পর, দুপুর দু’টো থেকে লোকসভায় শুরু হয় তিন তালাক বিল নিয়ে আলোচনা| এদিন তিন তালাক বিল নিয়ে আলোচনা শুরু হওয়ার শুরুতেই কংগ্রেস সাংসদ মল্লিকার্জুন খাড়গে বলেছেন, ‘এই বিল খুবই গুরুত্বপূর্ণ, তাই বিস্তারিত স্টাডি প্রয়োজন রয়েছে| এটি একটি সাংবিধানিক বিষয়ও| আমি অনুরোধ করছি এই বিলটিকে জয়েন্ট সিলেক্ট কমিটিতে পাঠানো হোক|’ কংগ্রেসের পাশাপাশি তিন তালাক বিলকে জয়েন্ট সিলেক্ট কমিটিতে পাঠানোর দাবি জানিয়েছে তৃণমূল কংগ্রেসও| তিন তালাক বিল নিয়ে আলোচনায় তৃণমূল সাংসদ সুদীপ বন্দ্যোপাধ্যায় বলেছেন, ‘আমরাও তিন তালাক বিলকে জয়েন্ট সিলেক্ট কমিটিতে পাঠানোর অনুরোধ করছি| সমস্ত বিরোধীদের এটাই ইচ্ছে|’
তিন তালাক বিল নিয়ে কংগ্রেস এবং তৃণমূল কংগ্রেস-সহ বিরোধীদের বক্তব্যের প্রেক্ষিতে কেন্দ্রীয় আইনমন্ত্রী রবিশঙ্কর প্রসাদ বলেছেন, ‘এই বিল কোনও কোনও সম্প্রদায়, ধর্ম অথবা বিশ্বাসের বিরুদ্ধে নয়| এই বিল মহিলাদের অধিকার এবং ন্যায়বিচারের পক্ষে|’ কেন্দ্রীয় আইনমন্ত্রী রবিশঙ্কর প্রসাদ আরও বলেছেন, ‘২০টি ইসলামিক দেশ তিন তালাককে নিষিদ্ধ করেছে| তাহলে ভারতের মতো ধর্মনিরপেক্ষ দেশে কেন তা সম্ভব নয়? আমি অনুরোধ করছি, এই বিষয়টিকে রাজনীতির নজরে দেখবেন না|’

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *