BRAKING NEWS

অস্ট্রেলিয়ার ও নিউজিল্যান্ডের বিরুদ্ধে একদিন ও টি-২০ দল ঘোষণা বিসিসিআইয়ের

মুম্বই, ২৫ ডিসেম্বর (হি.স.) : অস্ট্রেলিয়ার ও নিউজিল্যান্ডের বিরুদ্ধে আসন্ন একদিনের সিরিজের দল থেকে বাদ পড়লেন ঋষভ পন্ত৷ ভারতীয় ক্রিকেট বোর্ড অস্ট্রেলিয়ার ও নিউজিল্যান্ডের বিরুদ্ধে একদিনের এবং টি-২০ সিরিজের দল ঘোষণা করেছে৷ যদিও টি-২০ দলে ধোনির প্রত্যাবর্তন হলেও একদিনের দলে জায়গা ধরে রাখতে পারলেন না পন্ত৷৷
ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে একদিনের দলে অভিষেক হওয়া পন্তকে অস্ট্রেলিয়া ও নিউজিল্যান্ডের বিরুদ্ধে একদিনের দলে রাখলেন না নির্বাচকরা৷ তবে ধোনির সঙ্গে দুটি একদিনের ম্যাচে দলে ঠাঁই পেয়েছেন দীনেশ কার্তিক৷ ধোনির সঙ্গে দ্বিতীয় উইকেট কিপার হিসেবে একদিনের সিরিজের দলে রাখা হয়েছে কার্তিককে৷ অস্ট্রেলিয়া ও নিউজিল্যান্ডের বিরুদ্ধে একদিনের সিরিজে উইকেটের পিছনে গ্লভাস হাতে দেখা যাবে ৩৭ বছরের ধোনিকে৷
অস্ট্রেলিয়ার বিরুদ্ধে টেস্ট সিরিজের পর দেশে ফিরবেন পন্ত৷ দেশে ফিরে ঘরের মাঠে ভারত-এ দলের হয়ে ইংল্যান্ড লায়ন্সের বিরুদ্ধে পাঁচ ম্যাচের একদিনের সিরিজ খেলবেন দিল্লির বছর একুইশের উইকেটকিপার ব্যাটসম্যান৷ অস্ট্রেলিয়া ও নিউজিল্যান্ডের বিরুদ্ধে একদিনের সিরিজে দলে জায়গা হয়নি মণীশ পান্ডেরও৷ অস্ট্রেলিয়ার বিরুদ্ধে তিন একদিনের সিরিজ শুরু হচ্ছে ১২ জানুয়ারি সিডনিতে৷ পরের দু’টি ম্যাচ হবে যথাক্রমে অ্যাডিলেড ওভাল ও মেলবোর্নে৷ আর কিউইদের বিরুদ্ধে পাঁচ ম্যাচের একদিনের সিরিজ শুরু ২৩ জানুয়ারি৷ আর তিন ম্যাচের টি-২০ সিরিজ শুরু হবে ৬ ফেব্রুয়ারি৷
অস্ট্রেলিয়া ও নিউজিল্যান্ডের বিরুদ্ধে একদিনের দল: বিরাট কোহলি (অধিনায়ক), রোহিত শর্মা (সহ অধিনায়ক), লোকেশ রাহুল, শিখর ধাওয়ান, অম্বাতি রায়ডু, দীনেশ কার্তিক, কেদার যাদব, মহেন্দ্র সিং ধোনি (উইকেটকিপার), হার্দিক পান্ডিয়া, কুলদীপ যাদব, যুবেন্দ্র চাহাল, রবীন্দ্র জাদেজা, ভুবনেশ্বর কুমার, জসপ্রীত বুমরাহ, খলিল আহমেদ ও মহম্মদ শামি৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *