BRAKING NEWS

ইন্দোনেশিয়ায় বিধ্বংসী সুনামির তাণ্ডবে মৃতের সংখ্যা বেড়ে ৪২৯, ভারী বৃষ্টিতে ব্যাহত হচ্ছে উদ্ধারকাজ

জাকার্তা, ২৫ ডিসেম্বর (হি.স.): মৃতের সংখ্যা ক্রমশই লাফিয়ে লাফিয়ে বাড়ছে। ইন্দোনেশিয়ার সুমাত্রা আইল্যান্ডের লামপাং ও জাভা প্রদেশের উপকূল এলাকায় ভয়াবহ সুনামিতে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৪২৯। জখম ১,৪৮৫-এরও বেশি মানুষ। এছাড়াও ১৫৪ জনের এখনও কোনও খোঁজ নেই। ফলে মৃতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। ধ্বংসস্তূপ সরাতেই বেরিয়ে আসছে নিথর দেহ। সুনামির তাণ্ডবের পর কেটে গিয়েছে দু’দিন, তাই বহু দেহে ইতিমধ্যেই পচন ধরে গিয়েছে। আর কাউকে যদি বাঁচানো সম্ভব হয়, সে জন্য যুদ্ধকালীন তৎরপরতায় চলছে উদ্ধারকাজ। এমতাবস্থায় ভারী বৃষ্টির কারণে ব্যাহত হচ্ছে উদ্ধারকাজ। প্রশাসনের তরফে জানানো হয়েছে, সুনামির তাণ্ডবে ৮৮২টি বাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে। ক্ষতিগ্রস্ত হয়েছে ৭৩টি হোটেল এবং প্রচুর ভিলা। ৪৩০টিরও বেশি বোট নষ্ট হয়ে গিয়েছে।
স্থানীয় সময় গত শনিবার রাত সাড়ে ন’টা নাগাদ সুনামি আছড়ে পড়ে ইন্দোনেশিয়ার সুমাত্রা আইল্যান্ডের লামপাং ও জাভা প্রদেশের উপকূল এলাকায়। সময় যত বেড়েছে ততই লাফিয়ে লাফিয়ে বেড়েছে হতাহতের সংখ্যা। শেষ খবর পাওয়া পর্যন্ত মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৪২৯। সুনামির তাণ্ডবে সবচেয়ে ক্ষতিগ্রস্ত হয়েছে লামপাং ও জাভা আইল্যান্ডের কারিটা এবং তানজুঙ লেসুং ট্যুরিস্ট ডেস্টিনশন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *