BRAKING NEWS

সাফল্যের সঙ্গে উৎক্ষেপণ হল অগ্নি-৪ ব্যালিস্টিক মিসাইল

বালাসোর, ২৩ ডিসেম্বর (হি.স.) : রবিবার সকালে ফের সাফল্যের সঙ্গে উৎক্ষেপণ হল অগ্নি-৪ ব্যালিস্টিক মিসাইল। এদিন সকাল সাড়ে আটটা নাগাদ ওড়িশা উপকূলের কাছে এপিজে আবদুল কালাম দ্বীপের চার নম্বর লঞ্চপ্যাড থেকে অগ্নি-৪ মিসাইল উত্ক্ষেপণ করা হয়। দেখতে সরু মিসাইলটি দ্বি-স্তরীয়। ৪০০ কিলোমিটার দূরে গিয়ে আঘাত করতে পারে এটি। লম্বায় ২০ মিটার এই মিসাইলের ওজন ১৭ টন। এর মধ্যে আছে স্টেট-অফ-দ্য-আর্ট এভিওনিক্স, ফিফ্থ জেনারেশন অন-বোর্ড কম্পিউটার এবং ডিস্ট্রিবিউটেড আর্কিটেকচার। আকাশে যদি কোনও যান্ত্রিক সমস্যা হয় তাহলে এটি নিজেই নিজেকে ঠিক করে নিতে পারবে।
২০১৪ সালে অগ্নি-৪-এর সফল পরীক্ষামূলক উত্ক্ষেপণ হয়েছিল। এই মিসাইলে সম্পূর্ণ ভারতীয় পদ্ধতিতে লেজার গায়রো এবং কম্পোজিট রকেট মোটর আছে। দ্বি-স্তরীয় ইন্টারমিডিয়েট রেঞ্জের এই ব্যালিস্টিক মিসাইল এক টন পরমাণু অস্ত্র বহন করতে সক্ষম। প্রতিবেশী শত্রুদের কথা মাথায় রেখে ১৯৮০-তে এই অগ্নি মিসাইল তৈরির পরিকল্পনা নেওয়া হয়েছিল। ১৯৮৯-তে প্রথম চাঁদপুরে অগ্নি মিসাইল পরীক্ষা করা হয়। বর্তমানে ভারতের শক্তি জুগিয়ে অস্ত্রাগারে রয়েছে অগ্নি-১,২ ও ৩ এবং পৃথ্বী মিসাইল।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *