BRAKING NEWS

ইসলামাবাদে ভারতীয় হাই কমিশনের অফিসে গ্যাস ও বিদ্যুতের যোগাযোগ বিচ্ছিন্ন করার অভিযোগ

ইসলামাবাদ, ২২ ডিসেম্বর (হি.স.) : ইসলামাবাদে ভারতীয় হাই কমিশনের অফিসে গ্যাস ও বিদ্যুতের যোগাযোগও মাঝে মাঝে বিচ্ছিন্ন করে দেওয়া হচ্ছে। দৈনন্দিন জীবনে রীতিমতো সমস্যায় পড়েছেন কূটনীতিক ও হাই কমিশনের কর্মীরা।
কাজকর্ম তো দূরের কথা, জীবনধারণই হয়ে উঠেছে কষ্টকর।
পাকিস্তানের বর্তমান প্রধানমন্ত্রী ইমরান খান শপথ গ্রহণের দিনই বলেছিলেন, তিনি ভারতের সঙ্গে বন্ধুত্বে আগ্রহী। বন্ধুত্বের লক্ষে ভারত এক পা এগলে তিনি এগাবেন দুই পা। কিন্তু তাঁর পরেও জঙ্গিদের মদত দেওয়া অথবা সীমান্তে সংঘর্ষ বিরতি ভেঙে গুলি চালানো বন্ধ হয়নি। তাঁর সঙ্গে যুক্ত হয়েছে কূটনীতিকদের হেনস্তা করা। ইসলামাবাদে ভারতীয় হাই কমিশন থেকে জানানো হয়েছে, কয়েক সপ্তাহ ধরে হাইকমিশনের কর্মীদের বাড়িতে প্রায়ই গ্যাসের যোগাযোগ, ইলেকট্রিসিটি বন্ধ করে দেওয়া হচ্ছে। ইন্টারনেট পরিষেবাও বন্ধ। এর সঙ্গে চলছে ভীতিপ্রদর্শন। হাই কমিশনে কেউ দেখা করতে এলে পাকিস্তানি রক্ষীরা নানারকম আপত্তিকর প্রশ্ন করছে। ১০ ডিসেম্বর এক অজ্ঞাতপরিচয় ব্যক্তি ইসলামাবাদে উচ্চপদস্থ ভারতীয় কূটনীতিকের বাড়িতে ঢুকে পড়তে চেষ্টা করেছিল। গত মাসে পাকিস্তান গুরুদোয়ারা নানকানা সাহিবে ভারতীয় কূটনীতিকদের ঢুকতে দেয়নি। তখন দিল্লি থেকে ইসলামাবাদে তীব্র প্রতিবাদ জানানো হয়। তাঁদের নিরাপত্তা সুনিশ্চিত করা হোক। কূটনীতিকরা জানিয়েছেন, গত কয়েকমাসে অন্তত সাত-আটবার পাকিস্তানি কর্তৃপক্ষের কাছে অভিযোগ জানানো হয়েছে। কিন্তু কোনও ফল হয়নি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *