BRAKING NEWS

রুদ্রপ্রয়াগে পাহাড় থেকে পাথর পড়ে সাত শ্রমিকের মৃত্যু

দেরাদুন, ২১ ডিসেম্বর (হি.স.) : উত্তরাখণ্ডে রুদ্রপ্রয়াগের বন্সওয়ারার কাছে রুদ্রপ্রয়াগ-গৌরীকুন্ড হাইওয়েতে শুক্রবার বিকেলে পাহাড় থেকে বোল্ডার পড়ে গিয়ে মৃত্যু হয়েছে সাত শ্রমিকের। গুরুতর জখম হয়েছেন আরও দুই শ্রমিক। ওই এলাকায় চারধাম নির্মাণের কাজ চলছিল। আচমকাই পাহাড় থেকে ধসে পড়া পাথর চাপা পড়ে মৃত্যু হয়েছে ওই সাতজন শ্রমিকের।

রুদ্রপ্রয়াগের জেলাশাসক মঙ্গেশ ঘিলদিয়াল জানিয়েছেন, রুদ্রপ্রয়াগের বন্সওয়ারায় পাহাড় থেকে পাথর ধসে পড়ায় এখনও পর্যন্ত সাতজনের মৃত্যুর খবর পাওয়া গিয়েছে। দুইজন শ্রমিক গুরুতর আহত হয়েছেন। উদ্ধারকার্য চলছে বলে জানিয়েছেন তিনি। প্রত্যক্ষদর্শীদের কথায়, পাহাড়ের একটি অংশ কাটছিলেন ওই শ্রমিকেরা। কাজ চলাকালীন আচমকাই ওই অংশ আলগা হয়ে পড়ে যায়। দুর্ঘটনায় মৃত অধিকাংশ শ্রমিকই উত্তরপ্রদেশ ও বিহারের বাসিন্দা। প্রতক্ষ্যদর্শীরাই তৎক্ষণাৎ খবর দেয় জেলা দুর্যোগ অফিসে। জেলার দুর্যোগ মোকাবিলা বাহিনীর এক কর্তা দুর্ঘটনার কথা নিশ্চিত করে জানান, “দুর্ঘটনাটি ঘটেছে রুদ্রপ্রয়াগ-গৌরীকুণ্ডের বন্সওয়ারায়, যা আগে ন্যাশনাল হাইওয়ে (এন এইচ) ১০৯ নামে পরিচিত ছিল। চারধাম নির্মাণকাজ শেষ হলে এই রাস্তার নামকরণ হত এনএইচ-১০৭। এখনও পর্যন্ত সাতজনের মৃত্যু হয়েছে। আহতদের হাসপাতালে ভর্তি করা হয়েছে।” উদ্ধার কাজ এখনও চলছে বলে খবর পাওয়া গেছে। রুদ্রপ্রয়াগের জেলাশাসক মঙ্গেশ ঘিলদিয়াল বলেছেন, “তদন্তই বলে দেবে কেন এমন দুর্ঘটনা ঘটল। ওই এলাকায় কর্মরত ঠিকাদারের কথায় মোট চব্বিশ জন শ্রমিক কাজ করছিলেন যাদের মধ্যে বারোজন অক্ষত অবস্থায় পালিয়ে গিয়েছে।”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *