BRAKING NEWS

বুলন্দশহর হিংসা : সুমিতের পরিবারকে ন্যায়বিচারের আশ্বাস যোগীর, ধৃত আরও ৫ জন অভিযুক্ত

লখনউ, ১৯ ডিসেম্বর (হি.স.): চলতি মাসের ৩ তারিখ গো-হত্যা ঘিরে হওয়া হিংসার ঘটনায় উত্তাল হয়েছিল উত্তর প্রদেশের বুলন্দশহর| বিক্ষোভ-হিংসায় প্রাণ হারিয়েছিলেন পুলিশ ইন্সপেক্টর সুবোধ কুমার সিং এবং সুমিত নামে একজন যুবক| ঘটনার পর কেটে গিয়েছে প্রায় দু’সপ্তাহ| অবশেষে বিক্ষোভ-হিংসায় মৃত সুমিতের পরিবারের সদস্যদের সঙ্গে দেখা করলেন উত্তর প্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ| বুধবার সকালে সুমিতের পরিবারের সদস্যদের সঙ্গে দেখা করে ন্যায়বিচারের আশ্বাস দিয়েছেন মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ| এদিন মুখ্যমন্ত্রীর সঙ্গে দেখা করার পর সুমিতের পরিবারের সদস্যরা জানিয়েছেন, ‘শহিদের সম্মান দেওয়া হোক সুমিতকে, মুখ্যমন্ত্রীর কাছে আবেদন জানিয়েছি আমরা| পাশাপাশি সুবোধ কুমারের মতোই আর্থিক ক্ষতিপূরণ দিয়ে সাহায্য করা হোক আমাদের| মুখ্যমন্ত্রী প্রতিশ্রুতি দিয়েছেন, ন্যায়বিচার হবেই|’

এদিকে, বিক্ষোভ-হিংসার ঘটনার তদন্তে নেমে প্রায় দু’সপ্তাহ পর পুলিশ অফিসার খুনের ঘটনায় আরও ৫ জনকে গ্রেফতার করেছে পুলিশ| যদিও, এখনও পলাতক মূল অভিযুক্ত| অথচ গোপন জায়গা থেকে সহজেই ভিডিও পোস্ট করছে সে| অতুল শ্রীবাস্তব নামে একজন পুলিশ কর্তা জানিয়েছেন, বুলন্দশহর হিংসার ঘটনায় ৫ জনকে গ্রেফতার করা হয়েছে| ধৃতদের মধ্যে ৩ জনের নাম হল, নাদিম, রৈইস এবং কালা| ধৃতদের কাছ থেকে উদ্ধার হয়েছে একটি বন্দুক এবং ছুরি|

গত ৩ ডিসেম্বর বুলন্দশহরের স্যানা মকুমা এলাকায় মাহু গ্রাম সংলগ্ন জঙ্গলে কিছু গোরুর দেহাংশ মেলে| এরপরই গুজব রটে যায় গোরুগুলিকে হত্যা করা হয়েছে| ট্র্যাক্টরে করে সেই দেহাংশ এনে চিঙ্গারওয়াথি পুলিশ ফাঁড়ির সামনে বিক্ষোভ দেখাতে শুরু করেন কিছু মানুষজন| পুলিশের বিরুদ্ধে শ্লোগান দিতে থাকেন তাঁরা| বিক্ষোভকারীদের একাংশ বুলন্দশহর হাইওয়ে আটকে দেওয়ার চেষ্টা করলে আসরে নামে পুলিশ| ঘটনাস্থলে পৌঁছন এসডিএম অবিনাশকুমার মৌর্য্য| তারপরই হিংসাত্মক হয়ে ওঠে বিক্ষোভ| প্রশাসনিক আধিকারিকদের ঘিরে ধরে ইট-পাথর ছোঁড়া হয়| জখম হন বেশ কয়েকজন পুলিশ কর্মী| তাঁদের মধ্যে ছিলেন স্টেশন হাউস অফিসার সুবোধ কুমার সিং| সেই সময় পুলিশ পাল্টা গুলি চালালে মৃত্যু হয় সুমিত নামে এক যুবকের| এরপরই বিক্ষোভকারীরা গাড়ি ঘিরে ধরে পাথর মারতে শুরু করে| প্রাণে বাঁচতে পালিয়ে যান অন্যান্য পুলিশ কর্মীরা| পরে পুলিশ ইন্সপেক্টর সুবোধ কুমার সিংকে হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিত্সকরা তাঁকে মৃত বলে ঘোষণা করেন|

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *