BRAKING NEWS

অগাস্টা ওয়েস্টল্যান্ড দুর্নীতি : ২২ ডিসেম্বর ক্রিশ্চিয়ানের জামিনের আবেদনের প্রেক্ষিতে রায়ের সম্ভাবনা

নয়াদিল্লি, ১৯ ডিসেম্বর (হি.স.): অগাস্টা ওয়েস্টল্যান্ড দুর্নীতি মামলার ‘মিডলম্যান’ ক্রিশ্চিয়ান মিশেল আদৌ জামিন পাবেন কি না, তা জানা যাবে আগামী ২২ ডিসেম্বর| ওই দিনই ক্রিশ্চিয়ানের জামিনের আবেদনের প্রেক্ষিতে রায়দান করতে পারে দিল্লির পাটিয়ালা হাউস কোর্ট| দিল্লির পাটিয়ালা হাউস কোর্টে জামিনের আবেদন করেছেন সিবিআই হেফাজতে থাকা অগাস্টা ওয়েস্টল্যান্ড দুর্নীতি মামলার ‘মিডলম্যান’ ক্রিশ্চিয়ান মিশেল| যদিও, ক্রিশ্চিয়ানের জামিনের আবেদনের বিরোধিতা করেছে সেন্ট্রাল ব্যুরো অফ ইনভেস্টিগেশন (সিবিআই)| সিবিআই-এর বিরোধিতার প্রেক্ষিতে ক্রিশ্চিয়ানের কাউন্সেল এ কে জোশেফ আদালতে জানান, ক্রিশ্চিয়ান মিশেল তদন্তে সহযোগিতা করছেন| তাছাড়া এখন তিনি দুর্বল হয়ে পড়েছেন| কারণ, সিবিআই-এর অনুরোধে প্রায় ৫ মাস দুবাইয়ে হেফাজতে ছিলেন তিনি| দুবাইয়ে পাঁচবার তাঁকে জিজ্ঞাসাবাদ করেছে সিবিআই এবং দিল্লিতে ১৫ দিন ধরে| মিশেল এখন ডিসলেক্সিয়ায় ভুগছেন|

এরপরই পাটিয়ালা হাউস কোর্টের বিচারপতির উদ্দেশ্যে ক্রিশ্চিয়ানের কাউন্সেল জানিয়েছেন, ‘যে কোনও শর্তে জামিনের জন্য আমরা প্রস্তুত| ইতিমধ্যেই অন্যান্য অভিযুক্তরা জামিন পেয়ে গিয়েছে|’ যদিও, ক্রিশ্চিয়ানের জামিনের আবেদনের বিরোধিতা করে সিবিআই-এর পক্ষ থেকে জানানো হয়েছে, ক্রিশ্চিয়ান মিশেল একজন প্রভাবশালী ব্যক্তি| তিনি যদি জামিন পেয়ে যান তবে তথ্যপ্রমাণ নষ্ট করতে পারেন| দুবাই প্রশাসন ক্রিশ্চিয়ানকে ভারতে হাতে তুলে দেওয়ার আগেই সে পালিয়ে যাওয়ার চেষ্টা করেছিল| এরপরই পাটিয়ালা হাউস কোর্টের তরফে জানানো হয়, আগামী ২২ ডিসেম্বর ক্রিশ্চিয়ান মিশেলের জামিনের আবেদন নিয়ে রায় ঘোষণা করা হবে|

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *